মহান দার্শনিক কবি আল্লামা মুহাম্মদ ইকবাল বিশ্বময় আলোচিত কবিদের অন্যতম। একাধারে সমাজ, সাহিত্য, রাজনীতি ও ধর্মীয় অঙ্গনে প্রভাব বিস্তারকারী হিসেবে কাব্যজগতে তাঁর ভূমিকা অনবদ্য; এমনকি একক বললেও বিন্দুমাত্র অত্যুক্তি হবে না। কাব্যসাহিত্যের শৈল্পিক দৃষ্টিকোণ বিচারে তিনি অসাধারণ; কিন্তু কাব্যে চিন্তা, দর্শন, সমাজসংকট, মানবজীবনের গতিপথকে প্রভাবিত করার ক্ষেত্রে তিনি উপমাহীন প্রায়। তাই ইকবালকে শুধু কবি হিসেবে মূল্যায়ন করলে তাকে কিঞ্চিৎ চেনা হবে মাত্র; কারণ, তিনি বহুমাত্রিক অবস্থানে স্বমহিমায় দীপ্তিমান।... বাংলাভাষায় ইকবালচর্চার ঐতিহ্য সমৃদ্ধ। কিন্তু নানাবিধ কারণে বিগত দশক জুড়ে একটি অচলায়তন তৈরি হয়েছে এক্ষেত্রে; যেন চলছে নীরব শৈত্যপ্রবাহ। ‘আল্লামা ইকবাল : মননে সমুজ্জ্বল’ সংকলনটি ইকবাল-চর্চার নিষ্প্রাণ শৈত্যে বসন্তের পরশ দেওয়ার ক্ষুদ্র কিন্তু জরুরি প্রয়াস। বাংলাভাষায় আল্লামা ইকবালকে নিয়ে যত বই, স্মরণিকা, সংকলন হয়েছে-- আমরা আপ্রাণ চেষ্টা করে প্রায় সবগুলো সংগ্রহ করেছি। সেই প্রকাশনাগুলোর সারসংক্ষেপ বলা যায় এ সংকলনটিকে। তাই এ সংকলনকে মৌলিক কোনো প্রচেষ্টা বলাটা হবে বাতুলতা। এটি বাগান নয়; বরং বহু বাগান থেকে সংগৃহিত ফুলের মালা। আমাদের উদ্যোগ, পরিকল্পনা ও পরিশ্রম এ সংকলনে আছে, তবে তা কঠোর পরিশ্রম আর পরম মমতায় বাগান তৈরির মালিসদৃশ কৃতিত্ব নয়; বরং মালাগাঁথুনির বিনি সুতোর বিন্যাসের তৃপ্তি।... আমাদের প্রত্যাশা, ‘আল্লামা ইকবাল : মননে সমুজ্জ্বল’ ইকবালচর্চার পথচলায় একটি উল্লেখযোগ্য সংকলনের মর্যাদা পাবে-- মৌলিকত্বে না হলেও বিন্যাস ও ব্যঞ্জনায়। ইকবাল প্রসঙ্গে এ যাবৎ বাংলায় প্রকাশিত শ্রেষ্ঠ লেখাগুলোয় সন্নিবেশ করার চেষ্টা করেছি আমরা। তারপরও কলেবরের স্থূলতার কারণে কিছু গুরুত্বপূর্ণ লেখাও বাদ দিতে হয়েছে। তবে সান্ত্বনা এই-- যা যা বাদ দিতে হয়েছে, তার চেয়ে যা তুলে এনেছি তা কোনো দিক দিয়েই কম গুরুত্বপূর্ণ নয়।...
0 Review(s) for আল্লামা ইকবাল মননে সমুজ্জ্বল