শরীয়ত পরিবর্তন ও পরিমার্জনের শ্লোগানধারী এসব লোকের আবির্ভাব আজ নতুন কিছু নয়। ধর্মদ্রোহী, মুনাফিক ও মুশরিকদের আসলে বিশেষ কোনো কাল বা সময় নেই। তবে মুমিনরাও তাদের জন্য ওত পেতে বসে আছে। আজকাল কিছু নামধারী মুসলিমের আবির্ভাব হয়েছে। কাফিরদেরকে সন্তুষ্ট করার জন্য তারা এমন সব কথা বলছে, যা কোনো মুসলিম বলতে পারে না। এমনকি আলিম নামধারী অনেকেই আজ তাদের সুরে সুর মেলাচ্ছে। মুসলিমদের জন্য এটি একটি চরম চিন্তাগত বিপর্যয়। এটি নাইন-ইলেভেন পরবর্তী ক্রুসেডারদের চিন্তাগত আগ্রাসনের একটি অংশ।
বহু পত্র-পত্রিকায় আজকাল ইসলামের সৌন্দর্য ও বৈশিষ্ট্য নিয়ে লেখালেখি হচ্ছে। কিন্তু সত্য ও মিথ্যার লড়াই, ঈমান ও কুফরের দ্বন্দ্ব এবং আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদ ইত্যাদি বিষয়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। এমনকি কাফিরকে কাফির বলে নামকরণ করার কারণেও ইসলামের সমালোচনা করা হচ্ছে। যারা নিজেদের প্রাণ, সম্পদ ও স্বাধীনতা রক্ষার্থে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করছে, তাদেরকে বলা হচ্ছে আত্মহননকারী। বিকারগ্রস্ত আরেকদল নামধারী মুসলিম মুসলিমদের সাথে খ্রিষ্টানদের বন্ধুত্বের বিষয়টিকে শরয়ী রূপদান করছে। মনে পড়ে যায় সেই ইতিহাস। ফ্রান্স যখন আলজেরিয়া দখল করল, তখন তারা নিজেরাই ফতোয়া লিখে দিলো যে, ফ্রান্সের বিরুদ্ধে জিহাদ করা মানে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। প্রত্যেকের জন্য ফ্রান্সের কর্তৃত্ব মেনে নেয়া আবশ্যক।
বিগত দিনের সাথে আজকের কী অদ্ভুত সাদৃশ্য!
Title | ইন্টারফেইথ (পেপারব্যাক) |
Author | শাইখ আব্দুল আযীয আত তারিফী, Shaykh Abdul Aziz at Tarifi |
Publisher | সন্দীপন প্রকাশন |
ISBN | |
Edition | |
Number of Pages | 64 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for ইন্টারফেইথ (পেপারব্যাক)