সোলায়মান তুষারের কবিতাগ্রন্থ ফেরারি প্রেম। প্রেমের তাপ ও তুষারে কবি তাকে ঋতুসম্ভব করে তুলতে চান। এই কাব্যের পাতায় পাতায় সেই সন্ধানপরতার ছাপ ও ছোপ লক্ষ করা যাবে। কবিতায় তিনি সরল-সোজা বিবৃতি ও বিবরণময়তার রীতি বেছে নিয়েছেন, তাই আধুনিক কবিতাসুলভ পরোক্ষতার অভাব আছে অনেক ক্ষেত্রে; কিন্তু কবিতাবিশ্বাসের জোরে তিনি তাকে জয় করেন অনায়াসে। কবিতার সঙ্গে মানুষের ভীষণ বিচ্ছিন্নতার কালে এটা কম কথা নয়।সোলায়মান তুষারের এটি প্রথম কবিতাগ্রন্থ। আমরা আশা করবো এটি তাঁর শেষ কবিতাগ্রন্থ হবে না। এও আশা করবোÑ একের পর এক কাব্যে তিনি নিজেকে অতিক্রম করবেন, ক্রমপরিণত করবেন এবং তাঁর প্রতিটি উচ্চারণকে অনিবার্য কবিতা করে তুলবেন। ফেরারি প্রেম কবিতাগ্রন্থে শোষণ-বৈষম্য এবং প্রেমহীনতার বিরুদ্ধে যে সোচ্চার অবস্থান ধ্বনিত হয়েছে তা আরও ফলবান হোক, বিশ্ব ও বাংলা কবিতার সাম্প্রতিকতম করণকৌশলের আভায় তাঁর কবিতা মণ্ডিত হোক, পাঠকের হৃৎনীলিমায় জ্যোৎস্না হয়ে দুলুকÑ এই আমাদের প্রত্যাশা।মুহম্মদ নূরুল হুদামহাপরিচালক, বাংলা একাডেমি
Title | ফেরারি প্রেম |
Author | সোলায়মান তুষার, Solaiman Tushar |
Publisher | কারুবাক, Karubak |
ISBN | |
Edition | 1st Edition, 2023 |
Number of Pages | 80 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for ফেরারি প্রেম