গুরু উপায় বলো না/জনমদুঃখী কপাল পোড়া/আমি একজনা—- এরকম অসংখ্য জনপ্রিয় গানের স্র্রষ্টা বাউল সাধক দীন শরৎ। বিশ শতকে দৃষ্টি প্রতিবন্ধী এই বাউল-কবির গান হাজারও শ্র্রোতাকে মুগ্ধ করেছে। বিশেষ করে দেশের বৃহৎ ভাটি-বাংলার মানুষ তার গান শুনে অভিভূত, রোমাঞ্চিত ও আপ্লুত হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে দীন শরৎ এক বিস্মৃতপ্রায় নাম। কালের প্রবাহে ও লোকচক্ষুর অন্তরালে হারিয়ে যাওয়া এই বাউল কবিকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন তরুণ লেখক পার্থ তালুকদার। দীন শরৎ-এর জীবন ও গানের ভা-ারকে একত্রে সন্নিবেশিত করে তিনি লিখেছেন ‘দীন শরৎ বলে’ নামে একটি বই। গত (২০১৭) বইমেলায় রোদেলা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ছয় ফর্মার বইটি। পেশায় ব্যাংকার হলেও লেখায় বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তরুণ গবেষক পার্থ। ‘দীন শরৎ বলে’ বই পাঠে আমরা জানতে পারি, হৃদয়ে পাহাড়সম দুঃখ নিয়ে তিনি গান রচনা করেছেন। দারিদ্র্যর কালোমেঘে প্রায় ঢাকা পড়ে যাচ্ছিল তার মেধাজ্ঞান। কিন্তু আপন মহিমায় দারিদ্র্যর কূল-কিনারাহীন সাগর পাড়ি দিতে সক্ষম হয়েছিলেন তিনি। গানের মধ্যেই খুঁজে পেয়েছিলেন জীবনের পরম সত্যকে। জানা যায়, সীমাহীন কষ্টের ভার ভুলতেই বাল্যকাল থেকে তিনি মুখে মুখে গান রচনা করতেন। রচনার পর তাতে সুর দিয়ে লোকজনকে গেয়ে শোনাতেন। আর এ বাড়ি-ও বাড়ি ঘুরে বেঁচে থাকার অবলম্বন সংস্থান করতেন। এভাবে গান গাইতে গাইতে এক সময় তার বেশকিছু সঙ্গী-সাথী জুটে যায়। সেই সঙ্গীদের দিয়েই তিনি গানগুলো কাগজে টুকে রাখতেন।
Title | দীন শরৎ বলে |
Author | পার্থ তালুকদার,Parth Talukdar |
Publisher | রোদেলা প্রকাশনী |
ISBN | 9789849238065 |
Edition | 1st Published, 2017 |
Number of Pages | 96 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for দীন শরৎ বলে