সত্যি কি মুক্ত!মানুষ মুক্ত হতে চাইনা মুক্তি নিতে চাই। বইটি পরছিলাম আর নিজের সাথে ঘটে যাওয়া কথা গুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা।আমরা আমাদের মাঝে প্রাচীর তৈরি করেছি।এটা এতোটাই শক্ত যা খুব ধীরে ধীরে ঘরে উলটেছে।আবদ্ধ করে ফেলেছি অসংলগ্ন আইনের কাঠগড়ায়।যেথায় প্রেম সত্যের বিলয়প্রাপ্ত হয়েছে। মানুষ তার অস্তিত্ব ভুলে গেছে আইনের কাঠগড়ায়।মানুষের মাঝে ইশ্বরের অস্তিত্ব, প্রেমের অস্তিত্ব, শক্তির অস্তিত্ব সব কিছুতে বাটা পরেছে।যেটুকু আছে তাহা কেবলই কেমিক্যাল।জন্মের শুরু থেকেই বিষাক্ত বিষে আসক্ত মানুষ।এটার তীব্রতা এতোই মধু বলে কিছু আছে তাহা "ভুলে" চাপা দেওয়া হয়েছে।যারা এই বিষ থেকে মুক্ত হতে পেরেছে তারা একটি বীণার সন্ধান পেয়েছে।যেটা একান্তই ব্যাক্তিগত।
মুক্ত আমি বইটিতে মোট পাঁচটি অধ্যায় উনিশটি পরিচ্ছদ। বইটির প্রতিটি অধ্যায়ের প্রতিটি পরিচ্ছেদে, মানুষ তার আপন সত্ত্বার সাথে কেমন করে জরিয়ে তাহার প্রকাশ।,মস্তিষ্কের কণ্ঠস্বর,তোমার ভেতরের বাসিন্দা,কেমন করে মানুষ নিজের সাথে নিজে প্রতিনিয়ত কথা বলে চলছে,তুমি কে?,নির্মল সত্তা, অসীম শক্তি, আধ্যাত্নিক হৃদয়ের রহস্য, আত্নতমুক্তি অর্জন, বাধার প্রাচীর ভাঙো,নিঃশর্ত মুক্তির পথ, মৃত ধ্যান,ঈশ্বরের প্রেমময় দৃষ্টি ইত্যাদি ইত্যাদি সব গুলো পরিচ্ছদের কথা উল্লেখ্য করিনি লিখা বড় হবে বলে।
বইটির রচয়িতা মাইকেল এ.সিঙ্গার।ভাবানুবাদ করেছেন শ্রদ্ধেয় তোরিফা নাজমিনা মণি যার লিখা আরো অসংখ্য বই পরে অনুপ্রাণিত হয়েছি।বই গুলো পরে আধ্যাত্নবাদকে অন্য রকম দৃষ্টিকোণ থেকে অনুভব করেছি।কৃতজ্ঞতা মণি মেম এমন সুন্দর সুন্দর জগৎ তৈরি করে আমাদের উপহার দেওয়ার জন্য। দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি।
0 Review(s) for মুক্ত আমি