বিশ্বাস ও অবিশ্বাসের প্রাত্যহিক দ্বন্দ্ব হয়তো ব্যক্তিমাত্রেই গা-সওয়া একটি বিষয়। কিন্তু চিন্তনজগতে ব্যক্তির বিশ্বাসবোধ না কি অবিশ্বাস তীব্র, সচেতনভাবে তা কি আমরা জানি কেউ? ভাবপ্রবণ জাতি হিসেবে বাঙালির সুনাম-দুর্নাম যা-ই থাক, ভাবুক বা চিন্তক হিসেবে বাঙালির কতটা খ্যাতি রয়েছে তাও ভাববার বিষয়। তবে বাঙালির ভাবজগত এতটাই বৈচিত্র্যপূর্ণ আর অদ্ভূত বৈপরিত্যের সংমিশ্রণে গড়া যে, সে হয়তো নিজেই জানে না তার আপাত-বিশ্বাস আর প্রকৃত-বিশ্বাসের মধ্যকার পার্থক্যগুলো কী এবং তার উৎসগুলো কোথায় কী অবস্থায় রয়েছে। এই জটিল সমীকরণ সহসাই সমাধান হয়ে যাবে তা ভাবা হয়তো সমীচীন হবে না। তবে জাতি হিসেবে বাঙালির ভাবজগত পরিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখা অপরিহার্য উপাদানগুলো চিহ্নিত করে তার সমূহ পর্যালোচনা করা সম্ভব হলে অনেক উদ্ভূত প্রশ্নেরই যৌক্তিক মীমাংসায় পৌঁছানো অধিকতর সহজ হবে বলে মনে করি। বর্তমান এ প্রয়াস সে নিরীখে পরিচালনা করার আন্তরিক ইচ্ছা থেকে উৎসারিত। আমাদের চেষ্টা থাকবে তা অব্যাহত রাখা।
Title | বাঙালির লৌকিক ভাবদর্শন ২ |
Author | রণদীপম বসু, Randeepam Bose |
Publisher | রোদেলা প্রকাশনী |
ISBN | 9789849823568 |
Edition | 1st Published |
Number of Pages | 640 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for বাঙালির লৌকিক ভাবদর্শন ২