• 01914950420
  • support@mamunbooks.com

জীবন শুরু করেছিলেন একজন অভিবাসী হিসেবে। চাকুরি নিয়েছিলেন এক ব্যবসায়ীর একজন কেরানি হিসেবে। সেই সূত্রে নিজেও হলেন ব্যবসায়ী।
যেনতেন ব্যবসায়ী নন, বলা হয়ে থাকে, তাঁর মালিকানায় কেবল হীরাই ছিল ২০ মণ, আর দেশে-বিদেশে ছিল অগাধ সম্পদ। এরই মধ্যে হয়ে উঠলেন রাজ্যের সাধারণ কর্মচারী থেকে একেবারে প্রধানমন্ত্রী পদমর্যাদার ক্ষমতাসম্পন্ন ব্যক্তি।
সেখানেই শেষ নয়, হলেন সেনাপতি থেকে সেনানায়ক। একের পর এক যুদ্ধ করলেন এবং প্রতিটি যুদ্ধে জয়ী হলেন। ছিলেন সফল শাসক- প্রশাসকও।
যুদ্ধ জয়ের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করে নাম স্থায়ী করে নিলেন ইতিহাসে।
সুনামে ও স্বনামে ধন্য মোগল সম্রাট আওরঙ্গজেবের জেনারেল হিসেবে পরিচিত এই মানুষটি ছিলেন মোগল সাম্রাজ্যের অন্যতম স্তম্ভও। উপরের এতো প্রকার গুণাবলীর অধিকারী ব্যক্তিটি হলেন একদা বাংলার সুবাদার - ইতিহাসে যিনি 'মীর জুমলা' নামে সমধিক পরিচিত।
এই সুবাদারির কালেই কঠিন এক যুদ্ধ জয় করে তিনি মুসলিম শাসনাধীনে এনেছিলেন আসাম ও কামরূপ অঞ্চল। এই যুদ্ধের শেষ পরিণতি ছিল কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুবরণ।
সেই যুদ্ধক্ষেত্রের প্রান্তসীমায় তিনি চিরশায়িত আছেন।
যাঁর শাসনকালে 'টাকায় ৮ মণ চাউল' পাওয়া যেতো বলে প্রবাদ হয়ে থাকা সুবাদার শায়েস্তা খান বাংলার ইতিহাসে অক্ষয় হয়ে রয়েছেন, মীর জুমলা ছিলেন তাঁরই পূর্বসুরি।
'যেখানেই হাত দেন সেখানে সোনা ফলে' – এই - প্রবাদ বাক্যেরও প্রবাদপুরুষ ছিলেন মীর জুমলা।
পঞ্চদশ শতাব্দির ইতিহাসের তিনি ছিলেন এক অজেয় বীরপুরুষ।সেজন্যই বোধহয় তার জীবন ও কর্ম নিয়ে রচিত গ্রন্থের নাম 'বাংলার বাংলার কিংবদন্তি শাসক ও সেনানায়ক মীর জুমলা' নামকরণ বাহুল্য হবে না।

Title বাংলার কিংবদন্তি শাসক ও সেনানায়ক মীর জুমলা
Author
Publisher দিব্য প্রকাশ
ISBN 9789849727545
Edition Edition 1st 2023
Number of Pages
Country Bangladesh
Language Bengali,

Related Products

Best Selling

Review

0 Review(s) for বাংলার কিংবদন্তি শাসক ও সেনানায়ক মীর জুমলা

Subscribe Our Newsletter

 0