আরো বেশ কয়েক মিনিট গুলি চালিয়ে গেল ওরা। ওপক্ষ থেকে কোন সাড়াশব্দ নেই। মোহন বলল, টর্চ আর বেয়নেট নিয়ে ঘরে ঘরে ঢোক । জখমী যে কয়টা বেঁচে আছে, খুঁচিয়ে শেষ করে দাও’। সে নিজেও টর্চ হাতে একটা ঘরে ঢুকল । আর তখনই ঘটল সেই মহা সর্বনাশ। মোহন ঘরের ভেতরে টর্চের আলো ফেলতেই কোণা থেকে একটা গুলি ছুটে এসে বিদ্ধ করল তাকে। সঙ্গে সঙ্গে আঁক করে কেমন একটা শব্দ বেরোল মোহনের মুখ থেকে। ঠিক চিৎকারও নয়। কিন্তু সে ধপাস করে পড়ে গেল। তার পেছনেই ছিল শান্টু। সে সঙ্গে সঙ্গে তার রাইফেল তাক করে মেরে ফেলল মেঝেয় পড়ে থাকা আহত পাকসেনাটিকে। তার পরেই সে হাহাকার করে চিৎকার দিয়ে উঠল, ‘নান্টু , নান্টু, একি সর্বনাশ হল। তার চিৎকারে সবাই ছুটে এল। শান্টু ততক্ষণে মেঝেতে বসে পড়ে মোহনের মাথা নিজের কোলে তুলে নিয়েছে। সবাই হাহাকার করে কাদতে কাদতে চারপাশে ঘিরে ঝুঁকে পড়ল। মোহনের বুকের বাদিকে গুলি লেগেছে, অজস্র ধারে রক্ত পড়ছে, তার রক্তে শান্টুরও জামা ভিজে গেছে। জীবনীশক্তি দ্রুত ফুরিয়ে আসছে। এর মধ্যেই চোখ ঘোলাটে হয়ে এসেছে। সে সবার মুখের দিকে তাকাল, জড়িয়ে জড়িয়ে বলল, ‘ফিরে এসে কবর দেবে। এক্ষুণি পীরগঞ্জের পথে রওনা হয়ে যাও। ডবল মার্চ। কমান্ডারের আদেশ।
তারপরেই তার মাথাটা একপাশে ঢলে পড়ল।
Title | বুকের ভিতর আগুন |
Author | জাহানারা ইমাম, Jahanara Imam |
Publisher | চারুলিপি প্রকাশন |
ISBN | 9789845981941 |
Edition | 1st Published, 2017 |
Number of Pages | 56 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for বুকের ভিতর আগুন