মা বললেন, হ্যাঁ রে হ্যাঁ, আমারও একটা মা ছিলেন। এই আমি যেমন তোর মা, ঠিক সেরকম। কিন্তু আমি ছোট থাকতেই তিনি হারিয়ে গেলেন। আমার কাছে তিনি ছিলেন দুনিয়ার সেরা মা, বুঝলি? মা থামলে আমি বললাম, তোমার মা কীভাবে হারিয়ে গেলেন? আমার কথার উত্তর মা আঙুল তুলে আকাশের দিকে দেখালেন। মায়ের মুখটা খুব দুঃখী দেখাল তখন। মায়ের চোখ অনুসরণ করে আমিও ঘরের জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম। কত বড় সে আকাশ। আর ক-ত-দূ-রে। অতো দূরে মানুষ হারায় কী করে?
Title | আমার মা সবচেয়ে ভালো |
Author | আনোয়ারা সৈয়দ হক, Anwara Syed Haque |
Publisher | চারুলিপি প্রকাশন |
ISBN | 9789845981101 |
Edition | Refurbished printed, 2014 |
Number of Pages | 64 |
Country | Bangladesh |
Language | Bengali, |