যখন আমি পড়ালেখা করি চট্টগ্রামের মেখলে। আমারই এক সহপাঠী উর্দু ভাষার একটি পুস্তিকা দেখিয়ে বললেন, এটি আমার এক লন্ডনপ্রবাসী আত্নীয় এনেছেন। আগ্রহভরে হাতে নিলাম। একবার চোখ বুলাতেই ‘বিসমিল্লাহ’র উপর লিখিত ছােট্ট কলেবরের পুস্তিকাটি স্থান করে নেয় আমার অন্তরে। এর প্রতি আমার আকর্ষণের অন্যতম কারণ হলাে; পুস্তিকাটি। আরেফবিল্লাহ মুহিউস সুন্নাহ মাও. শাহ আবরারুল হক রহ. এর প্রতিষ্ঠিত। বিশ্বনন্দিত প্রতিষ্ঠান ‘মজলিশেদাওয়াতুল হক এর ইংল্যান্ড শাখা কর্তৃক প্রকাশিত এবং প্রচারিত। পুস্তিকাটি অনুমতি নিয়ে ফটোকপি করে রাখলাম। কিন্তু পরিতাপের বিষয়, কিছুদিন পর পুস্তিকাটি হাতছাড়া হয়ে যায়। দীর্ঘ আট বছর পর আম্মু কিছু পুরাতন কাগজ-পত্র পােড়ানাের সময়, উর্দু ভাষার এই পুস্তিকাটি দেখতে পান এবং সংরক্ষণ করে রাখেন। পুস্তিকাটি হাতে পেয়ে শুকরিয়া জানাই আল্লাহকে এবং শুকরিয়া জ্ঞাপন করি আম্মার প্রতিও। এটি মূলত মাও. মুনাওয়ার হুসাইন সূরাটি কর্তৃক ভারতের গুজরাটি ভাষায় রচিত। অত:পর তা অনূদিত হয় উর্দু ভাষায়। অবশেষে এই অধমের হাত হয়ে বাংলা ভাষায় এখন আপনাদের হাতে। উল্লেখ্য উর্দু ভাষার পুস্তিকাটিতে সৌন্দর্যের স্বার্থে কিছু আগ-পিছ করা হয়েছে। ভুলচুক ক্ষমার দৃষ্টিতে দেখার আবেদনের সাথে সাথে, দু'আর দরখাস্ত আপনাদের কাছে; যেন আল্লাহ তায়ালা বিসমিল্লাহ নিয়ে লেখা দীনের এই ক্ষুদ্র খেদমতকে কবুল করেন।
Title | বারাকাতে বিসমিল্লাহ(পেপারব্যাক) |
Author | মাওলানা মুনাওয়ার হোসাইন সুরাটি |
Publisher | বইপল্লি |
ISBN | |
Edition | 1st Published, 2017 |
Number of Pages | 40 |
Country | Bangladesh |
Language | Bengali, |