ভাদ্র মাসের ভরা গঙ্গাধর। দোদুল অঙ্গে তার ভরা যৌবনের আক্রোশ। শুধু দুকূল প্লাবিত করেই ছাড়ে না। সিন্ধুবালার প্রেমাবেগে ডুকরে ওঠে শো শো আর্তনাদে। আশ্বিন মাস পড়ল মাত্র। শিউলি ফুলের তোড়া নিয়ে প্রকৃতির কুঞ্জদ্বারে পা ফেলার ফুলেল প্রস্তুতি নিচ্ছে সে। নদীর একূল ওকূল যৌবনোন্মুখ উচ্ছল জলের সাথে মুখরিত তরঙ্গকণ্ঠের যে একটা মাতামাতি, তা দিন দিন হ্রাস পাচ্ছে জোয়ারের আত্মসংরক্ষণমূলক স্বভাবে। তরঙ্গের মালা যে দুকূল কণ্ঠে পরে প্রাণোচ্ছল গঙ্গাধর দুলও, কলকল শব্দ করত, প্রাণের ক্ষুধায় পাড় ভেঙে বিকট আওয়াজে আপন বক্ষকে শব্দায়িত করে রাখত, সে উন্মাদনা ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। আমি প্রত্যহ যেখানে বসে শিমুল গাছের ছায়ায় ভাবাবিষ্ট হয়ে গানের সুর খুঁজতাম, সুর দিয়ে ভাষাকে শাসন করতাম, ভাবের তন্ময়তায় পূর্বদিগন্তের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতাম, তার উত্তরপার্শ্বে আমাদের নিজস্ব জমিতে ছন ক্ষেতের চাষ হত। যখন ছনক্ষেত নদীর পাড়ের কাশবনের সাথে মিতালী পেতে একাকার হয়ে সাদা ফুল ফুটিয়ে নদীর বক্ষবাহিত শীতল হাওয়ায় দুলত, তখন আমি তন্ময়তাবেশে নিজেকে হারিয়ে ফেলতাম অজ্ঞাতসারে। আমি যখন নিম্নশ্রেণীগুলিতে পড়তাম গ্রামের স্কুলে, স্কুল ছুটির পর বাড়িতে এসে ভাত খেয়ে সারা দিনের কর্মক্লান্ত গরুগুলিকে ঘাস খাওয়ানোর দায়িত্ব পড়ত আমার উপর। নদীর পাড়ের বিশালাকার শিমুল গাছ দুটির ছায়ার নীচে বই খুলে বসতাম। গরুগুলি ছেড়ে দিতাম নদীর চরের কাশবনে, তারা মুক্ত মনে চরে বেড়াত, আর ক্ষণিক পর পর মাথাগুলি উচিয়ে আমাকে তাকিয়ে দেখত। আমি হারিয়ে গেছি না কি। যেদিনের কথা বলছি, তখনও নদীর বুকে চর পড়েনি, কাশফুল সব ফোটেনি, ফোটার বিলাসী আয়োজন চলছে মাত্র। এখন আমি কলেজে পড়ি। জেলা সদরের শহর থেকে তিন মাস পর বাড়িতে এলাম। শিমুল গাছের ছায়ায় বসে আজ মনে হল, আমি অন্য কোন জনমে এখানে বসতাম। কণ্ঠ সেধে গান গাইতাম। স্রোতের ভাসা ও সুদূর পথ পেরিয়ে আসা কচুরিপানাগুলি ইঙ্গিতে বলে আমায় ডাকত এস হে দুরন্ত, আমাদের মত করে যদি সাহস করে অকূলে ভাসতে পারো, তবেই তোমার গানের সুর ফুটবে। নদীর তরঙ্গ ঝঙ্কারের সাথে যে গানের সুরের একটা সমঝোতার মাখামাখি আছে, তা তুমি জানো? সাগরের নাগাল পেতে হলে যে নদীতরঙ্গে ভাসতে হয়, তা বোধ হয় তুমি জানো না।
Title | গল্পপুঞ্জ প্রথম খন্ড |
Author | নজমূল হক চৌধুরী (Najmul Haque Chowdhury) |
Publisher | সম্প্রীতি প্রকাশ |
ISBN | 9789849794851 |
Edition | |
Number of Pages | |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for গল্পপুঞ্জ প্রথম খন্ড