কাসিদাটি নিয়ে কেন হৈ চৈ? হিন্দুস্তানে মুঘল শাসন প্রতিষ্ঠিত হওয়ার প্রায় ২০০ বছর পূর্বে যখন মুঘল শাসকদের কারও জন্মই হয়নি, তখন তিনি তার ভবিষ্যদ্বাণীতে তাদে নাম ও শাসনকাল ধারাবাহিক বর্ণনা করেছেন। যা বাস্তবায়ন হয়েছে অক্ষরে অক্ষরে। শুধু তাই নয়, ইংরেজদের হিন্দুস্তানে আগমন থেকে নিয়ে ১৮৫৭ সালের আজাদির লড়াইয়েও হযরত নেয়ামতুল্লাহ শাহ ওলি কাশ্মিরী রহ.-এর এই কাসিদার বড় ভূমিকা ছিল। এই কাসিদাতে তিনি ৯০০ বছর পূর্বেই লিখেছিলেন, ইংরেজরা হিন্দুস্তান দখল করে নেবে। অর্থাৎ তিনি এমন সময়ে এ কথা লিখেছিলেন, যখন হিন্দুস্তানের কেউ ইংরেজদের নামও জানত না। তিনি এ কথাও লিখেছিলেন যে, এই উপমহাদেশে ১০০ বছরের কিছু কমসময় ইংরেজদের রাজত্ব স্থায়ী হবে। এই উপমহাদেশে ইংরেজদের শাসন শুরু হয় ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের পর থেকে। সুতরাং যখন ১৮৫৭ সালে বিদ্রোহের উপলক্ষ্য তৈরি হয়েছিল এবং আজাদির স্ফুলিঙ্গ ছড়াচ্ছিল, তখন সেই অগ্নিকে প্রজ্জ্বলিত করতে নেয়ামতুল্লাহ শাহ ওলি কাশ্মিরী রহ.-এর এই ভবিষ্যাদ্বাণীও লোকচক্ষুর অন্তরালে পূর্ণ ভূমিকা রাখছিল। কেননা, হিন্দুস্তানের মুসলমান ভাবছিল ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর পূর্ণ হচ্ছে। সুতরাং আজাদি অর্জনে এবার পূর্ণ শক্তি নিয়ে চূড়ান্ত হামলা চালানো যায়। কিন্তু আফসুসের বিষয় হলো মুসলমানগণ নেয়ামতুল্লাহ শাহ ওলি কাশ্মিরী রহ.-এর এ সম্পর্কিত পংক্তি বুঝতে ভুল করেছিল।
Title | কাসিদায়ে নেয়ামতুল্লাহ শাহ ওলি কাশ্মিরী রহ. - ভবিষ্যদ্বাণী |
Author | ছানা উল্লাহ সিরাজী |
Publisher | বইপল্লি |
ISBN | 9789849392453 |
Edition | সংস্করণ, ১২/২০২৩ |
Number of Pages | 112 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for কাসিদায়ে নেয়ামতুল্লাহ শাহ ওলি কাশ্মিরী রহ. - ভবিষ্যদ্বাণী