জোনাকি তার জ্বালিয়ে বাতি ছড়িয়ে দিলে আলো মুগ্ধ চোখে তাকিয়ে থাকি লাগে ভীষণ ভালো। দূর গগনে সন্ধ্যাতারা বিলায় যখন আলোর ধারা তা দর্শনে কবির হৃদয় আনন্দেতে আত্মহারা। বইলে বাতাস ঝিরিঝিরি ফুলে আসে ঘ্রাণ মনটা আমার নাচে যেন আকুল করে প্রাণ। এসে দাঁড়াই পুকুর পাড়ে চাঁদ উঁকি দেয় বারেবারে গাছের গোলাপ ঝরে পড়ে নিশীথ রাতে মনে পড়ে। ভেসে আসে কনকচাঁপার হৃদয় জুড়ানো গান গানের সুরে মুগ্ধ হয় কবির মন ও প্রাণ। মেঘের মাঝে চন্দ্র হাসে, ঝিঁঝিঁ মেলায় তাল ঘুমের পাখি উঠল নড়ে কাঁপছে গাছের ডাল। রঙিন জামা রঙিন জুতো রঙিন এই মন স্বপ্নরা সবে মিলছে ডানা রাঙাবো জীবন। রঙিন ফিতা, রঙিন দুল, রঙিন মনের আশা নীল আকাশে দেখতে পেলাম রংধনু এক খাসা। বৃষ্টির পরে রোদ উঠিল আকাশখানি নীল সাগর পাড়ে ডানা মেলে উড়ছে গাঙচিল
Title | জোনাক জ্বলা রাত |
Author | বেগম সুফিয়া রব,Begum sufia rob |
Publisher | ভূমি প্রকাশ |
ISBN | |
Edition | |
Number of Pages | |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for জোনাক জ্বলা রাত