ছোটদের জন্যে গল্প লিখতে হয় পাখির পালকের মতো নরম আর ফুলের মতো সুন্দর বাক্য সাজিয়ে। গল্প, ছড়া বা কবিতার ভাষা সহজ হওয়ার কারণে অনেকে মনে করেন ছোটদের জন্যে লেখা খুব সহজ। কিন্তু এ কাজটা ঠিক তার উল্টো। ছোটদের উপযোগী করে লেখা তৈরি করা কঠিন কাজগুলোর অন্যতম। একজন শিশুসাহিত্যিককে শুধু সহজ-সরল শব্দ আর বাক্য ব্যবহার করে লিখলেই চলে নাÑ মন-মানসিকতায়ও তাকে ছোটদের সমবয়সী হয়ে যেতে হয়। ওদের চাওয়া-পাওয়া, আশা-আকাক্সক্ষাকে সহানুভূতির সাথে বুঝতে হয়, গল্প-ছড়ার মধ্য দিয়ে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে হয়। ‘আমার বন্ধু অ্যালিয়েন’ বইটির জন্যে গল্প বাছাইয়ের সময় শিশুসাহিত্যের এই বৈশিষ্টগুলোর দিকে সততার সাথে খেয়াল রাখা হয়েছে। মোট বারোটি গল্প নিয়ে সাজানো হয়েছে ‘আমার বন্ধু অ্যালিয়েন।’ গল্পগুলো বিভিন্ন সময় দৈনিক আমার দেশ, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক জনকণ্ঠ ও বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয়ে পাঠকদের মন জয় করেছে। আমরা সুনিশ্চিতÑ এ বইয়ের গল্পগুলো কিশোর পাঠকদের শুধু ভালোই লাগবে না, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পথও দেখিয়ে দেবে। ‘সম্প্রীতি প্রকাশ’ ছোটদের উপযোগী বই প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। এই শিশুবান্ধব পরিকল্পনার জন্যে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী রেজাউল করিম বিল্লালের জন্যে রইলো দোয়া ও অশেষ শুভ কামনা।
0 Review(s) for আমার বন্ধু অ্যালিয়েন