সব মানুষের চরিত্র এক রকম নয়। কারো মন লোভ-লালসা, হিংসা-বিদ্বেষে ভরা আবার কারো মন আয়নার মতো স্বচ্ছ, ফুলের মতো সুন্দর। “নিন্দিত স্বর্গ” উপন্যাসে মানব চরিত্রের এ দুটি দিককে সফলতার সাথে তুলে ধরা হয়েছে। উপন্যাসের কাহিনির একদিকে রয়েছে জমিদারী হারানো নিঃস্বপ্রায় হরি ও পচু ভাওয়াল, এদের মেয়ে বকুল, ছেলে দীপক আর এদেরই অকৃমি শুভাকাক্সক্ষী আশরাফ আলি, মাস্টার সাহেব ও সমমনা কয়েকজন। অপরদিকে রয়েছে সুুরুজ বেপারি আর মুখুলেছ সরকারের মতো সম্পত্তি লোভী মানুষ নাধারী কিছু হায়েনা। এরা গ্রামের কিছু দুষ্ট প্রকৃতির লোকের সাথে জোট বেঁধে হরি ও পচু ভাওয়ালদের জায়গাজমি, ঘরবাড়ি, পানের বরজ এমনকি দুধেল গরুটি পর্যন্ত কেড়ে নেয়ার ষড়যন্ত্র করে। অন্যদিকে আশরাফ আলি ও মাস্টার সমমনা কয়েকজনকে নিয়ে দুষ্টচক্রকে প্রতিরোধ করার জন্যে ঐক্যবদ্ধ হন। দুষ্ট চক্রের সংঘাতে ভাওয়াল পরিবারের সদস্যরা অর্থিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তারা দেশ ত্যাগ