আমার যদি থাকতো ডানা
উড়তে কি রে ছিল মানা?
আমি যে হতাম প্রজাপতি ভ্রমর কিবা পাখি।
হতাম যদি ঘাস- ফড়িং
উড়ে যেতাম তিড়িং বিড়িং,
এই-যে দেহ সুবাসি হতো ফুলের গন্ধ মাখি!
কোকিল হলে মজাই হতো
বসন্ত এলে কবির মতো
বনে বনে গেয়ে বেড়াতাম কণ্ঠ খুলে গান,
কুহু কুহু গানের সুরে
উড়াল দিতাম অনেক দূরে,
সে গানে হতো রোমাঞ্চিত পল্লী বালার প্রাণ।
ভ্রমর হলে ফুলে ফুলে
গুনগুনিয়ে মনের ভুলে ঘুরে
বেড়াতাম উড়ে উড়ে, কী আনন্দ জাগতো।
গোলাপ যূথীর মধু খেয়ে
আকুল হতাম গজল গেয়ে,
পেতাম ফুলের টাটকা মধু, পয়সা কি আর লাগতো!
Title | নজমূল-কাব্য (তৃতীয় খন্ড) |
Author | নজমূল হক চৌধুরী |
Publisher | সম্প্রীতি প্রকাশ |
ISBN | 9789849794820 |
Edition | |
Number of Pages | |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for নজমূল-কাব্য (তৃতীয় খন্ড)