“লজ্জা পেলে নাকি মানুষের নাক-গাল লালবর্ণ ধারণ করে। আর তোমার হয় রাগ হলে। এত রাগ কীভাবে করো বলো তো দেখি!” আহিয়ান দুষ্টুমির ছলে কথাগুলো বলতেই নিহা শক্ত কণ্ঠে জবাব দিলো, “আমার ক্ষমতা থাকলে আপনার যে কী অবস্থাটা করতাম, তার কোনো ধারণা-ই নেই আপনার।”আহিয়ান নিহার নাকের ডগায় আলতো ভাবে টোকা দিয়ে হেসে ফেলল। এরপর নিহার দিকে কিছুটা ঝুঁকে চোখ চোখ রেখে বলল, “তোমাকে ক্ষমতা দিলেও কিছু করতে পারতে না, নিহু।” কী ছিল এই চোখে? ব্যতিব্যস্ত হয়ে চোখ ফিরিয়ে নিল নিহা। আহিয়ান হুট করে তার হাত ধরে টেনে বলল, “চলো, যাওয়া যাক।”নিহা চোখ মেলে ফিরে তাকাল আহিয়ানের মুখপানে। আহিয়ানের চাহনি, মুখে উজ্জ্বল হাসির রেখা দেখে তার মনে হলো, ঝলমলে রোদের তীব্র এক আলোক রশ্মি এসে বিঁধল তার বুকে। থমকে গেল সে! কী হলো এটা? সে কি তবে ভালোবেসে ফেলল? ভালোবাসলে যে তার মরণ নিশ্চিত! কিন্তু মরণ শব্দটার মাঝেও কীসের যেন তৃপ্তি পাচ্ছে সে। এই তৃপ্তিই বুঝি ভালোবাসার!
Title | ভালোবাসার ফোড়ন |
Author | মিমি মুসকান |
Publisher | নবকথন, Nobokothon |
ISBN | 9789849711704 |
Edition | 1st Published, 2024 |
Number of Pages | 184 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for ভালোবাসার ফোড়ন