ভূমিকা
আন্তর্জাতিক রাজনীতি যেমন তত্ত্বের ক্ষেত্রে তেমনি তথ্যের দিক থেকে একটি ব্যাপক বিষয়। অধিকস্তু দ্রুত ধাবমান ছায়াছবির মতো বহু ঘটনা ঘটে যায় বলে অনেক ঘটনার তাৎপর্য বোধগম্য হবার আগেই তা বহুদূরের বিষয় হয়ে যায়। পুনরাবৃত্তির কোন অবকাশ না রেখেই তা সম্পূর্ণভাবে বিস্মৃতির অতলে হারিয়ে যায়। এই চলমান প্রক্রিয়ার মধ্য থেকে স্থায়ী ও গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে ব্যাখ্যা বিশ্লেষণসহ উপস্থাপন করা সহজ সাধ্য কাজ নয়, কয়েক বছর আগেও যে ঘটনা ও রাজনৈতিক বিন্যাস যা ছিল আজ আর তা নেই। সোভিয়েট ইউনিয়নের অবলুপ্তি, স্নায়ু যুদ্ধের অবসান, পূর্ব ইউরোপে কমিউনিস্ট শাসনের অবসান, দুই জার্মানির একত্রীকরণ একক পরাশক্তিরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান, নব্য-উপনিবেশবাদ ও নব্য সাম্রাজ্যবাদের নবসংস্করণ বিশ্বায়ন নামক প্রত্যয়ের আন্তর্জাতিক সন্ত্রাস ইত্যাদি বিষয় আন্তর্জাতিক রাজনীতির অভ্যস্ত দৃশ্যপট পাল্টে দিয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতির তাৎপর্য উপস্থাপন করা গভীর অনুশীলন সাপেক্ষ। ক্ষমতার সীমাবদ্ধতা সত্ত্বেও পরিবর্তিত পরিস্থিতি, পরিস্থিতির তাৎপর্য উপস্থাপন উভয় দিকেই দৃষ্টি রাখতে চেষ্টা করেছি।
গ্রন্থখানি প্রণয়নের ক্ষেত্রে প্রামাণ্য গ্রন্থ, পত্রিকাসমূহ, সর্বাধুনিক তথ্যাদি এবং দীর্ঘদিনের শিক্ষকতা দানের অভিজ্ঞতাকে সংযুক্ত করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদী সমন্বিত অনার্স কোর্স রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ সম্মান শ্রেণীর সিলেবাস ভিত্তিক আন্তর্জাতিক রাজনীতি গ্রন্থটি রচিত হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক, মাস্টার্স ১ম পর্বের ছাত্র/ছাত্রী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে বইটির উপযোগিতা প্রতিপন্ন হবে। আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিকভাবে ক্ষমতা অর্জন করে অপরাপর রাষ্ট্রের উপর প্রভুত্ব স্থাপন ও নিয়ন্ত্রণ আরোপ করে। আন্তর্জাতিক রাজনীতি যুদ্ধ, যুদ্ধের তীব্রতা, বৃদ্ধি, আন্তর্জাতিক সম্পর্কের সাথে পার্থক্য, আন্তর্জাতিক আইনের সাথে সম্পর্ক, ইতিহাসের সাথে সম্পর্ক, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নব্য-উপনিবেশবাদ, আন্তর্জাতিক বিবাদ, সংকট সমস্যা, জাতীয় শক্তি, শক্তির ভারসাম্য ক্ষমতা সম্পর্কিত ধারণা, যৌথ নিরাপত্তা, কূটনীতি পররাষ্ট্রনীতি,
বৃহৎ শক্তি, পরাশক্তি, একমেরু, ঘি-মেরু, বহু-মেরু আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা, স্নায়ুযুদ্ধোত্তর বিশ্ব রাজনীতি, নতুন বিশ্বব্যবস্থা, নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, বিশ্বায়ন এর প্রকৃতি সমস্যা ও উপসর্গ উদ্ঘাটন করে থাকে।
আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কতকগুলো মৌলিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন, মানুষের প্রয়োজনের তুলনায় প্রয়োজনীয় উপকরণ সীমিত, এক্ষেত্রে আন্তর্জাতিক আদর্শ ও নীতিমালাকে অনুসরণ করে জাতি তার সমস্যা সমাধানে ব্রতী হয়, জাতীয় রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। কোন ভূখণ্ডের সাথে অর্থনৈতিক রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কৌশলের প্রয়োগ করে জাতীয় রাজনীতিকে প্রভাবিত করে। সাম্প্রতিক বিশ্বের পরিবর্তিত রাজনীতির সাথে আন্তর্জাতিক ধারা, প্রকৃতি, উপসর্গ ও কৌশলের ও পরিবর্তন ঘটে। এ সকল বিষয়ের আলোকে গ্রন্থিত হয়েছে 'আন্তর্জাতিক রাজনীতি'
গ্রন্থটির প্রকাশক জনাব মনিরুল হক সর্বাত্মক সহযোগিতা ও উৎসাহ পাঠকের কাছে বইটি পৌঁছে দিতে সাহায্য করেছে। আর যিনি আমার গ্রন্থটির তথ্য, তত্ত্ব, বইপুস্তক, প্রুফ দেখে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তিনি হলেন আমার জীবনসঙ্গী, অর্থনীতিবিদ, কলাম লেখক, প্রাবন্ধিক ও গ্রন্থাকার, মো: মাহমুদুর রহমান। (আনু মাহমুদ)। গ্রন্থটি রচনায় আমার বহু সম্মানিত সহকর্মী, শিক্ষক ও ছাত্র ছাত্রীর উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।
গ্রন্থটিতে অনিচ্ছাকৃত ভুলত্রুটির পাঠক সমাজ মার্জনা করবেন। গুণগত মান উন্নয়ন ও উৎকৃষ্ঠ সাধনে নিরলস প্রচেষ্টা চালিয়েছি। তবুও ভুল ভ্রান্তি ও অপূর্ণতা থেকে যেতে পারে। যার দায় একান্তই আমার। আমার সম্মানীতি শিক্ষক, সহকর্মী, উৎসাহী পাঠকগণ গ্রন্থখানির মান উন্নয়নে, পরিবর্ধন পরিমার্জনে গঠনমূলক সুপরামর্শ প্রদান করলে তাঁদের নিকট কৃতজ্ঞ থাকব। সকলের কাছে বইটির গ্রহণযোগ্যতা আমার পরিশ্রমকে সার্থক করবে।
ঢাকা
১৪১২
এস. এম. আনোয়ারা বেগম
Title | আন্তর্জাতিক রাজনীতি |
Author | এস.এম. আনোয়ারা বেগম, SM Anwara Begum |
Publisher | অনন্যা |
ISBN | |
Edition | 3rd Edition - May , 2021 |
Number of Pages | 540 |
Country | Bangladesh |
Language | Bengali, English, |
0 Review(s) for আন্তর্জাতিক রাজনীতি