ধীরে এসো বসন্ত
পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
সাম্মি ইসলাম নীলার কবিতা আপাত সরল। কিন্তু তা একরৈখিক নয়, পড়তে গেলে তা নানামাত্রিক অনুভবের সঙ্গে পাঠককে যুক্ত করে ফেলে। তাঁর কবিতায় আছে একইসঙ্গে চিত্রকল্প ও নানা ঘটনা ও গল্পের অভিনব মিশেল। সেইসব গল্পে নানাভাবে ফিরে ফিরে আসে শৈশব এবং শৈশব-পরবর্তী জীবনও। তবে, তাঁর কবিতার বড়াে অংশ জুড়ে আছে প্রকৃতি। যদিও তাঁর দেখা প্রকৃতির মধ্যে উচ্ছাস কম, সেগুলােও কোনােভাবে প্রফুল্ল নয়। বরং তাঁর প্রকৃতি কিছুটা যেন বিষণ্ন। ফলে তাঁর কবিতাপাঠের পর পাঠকের মধ্যে এক ধরনের বেদনাবােধ জেগে ওঠে। কারণ, তাঁর দেখা প্রকৃতির নানা অনুষঙ্গে সেই বেদনাবােধকে তিনি এমনভাবে সংক্রমিত করে দেন যে তাতে আচ্ছন্ন হতে হয় পাঠককেও। তাঁর কবিতায় দেশি বা বিদেশি শব্দ আসে অবলীলায়। তাঁর আবেগ সংহত ও সংযত। ভাসিয়ে নিয়ে যায় না। যদিও তাঁর কবিতার অনুরণন চলতে থাকে পাঠের অনেক পরেও। এখানেই সাম্মি ইসলাম নীলার কবিতার বিশেষত্ব। বাংলা কবিতায় তাঁর অভিযাত্রা মসৃণ হােক।
Title | ধীরে এসো বসন্ত |
Author | সাম্মি ইসলাম নীলা,Sammi Islam Neela |
Publisher | পাঞ্জেরী পাবলিকেশন্স লি. |
ISBN | 9789849435617 |
Edition | 2020 |
Number of Pages | 48 |
Country | Bangladesh |
Language | Bengali, |