ভূতম্যান। লেখক দন্ত্যস রওশন।
একদিন চেয়ারম্যান সাহেব চেয়ারে পা ঝুলিয়ে বসেছিলেন। ঠিক ওই মুহুর্তে একজন লােক এসে চেয়ারম্যানকে পায়ে হাত দিয়ে সালাম করল। চেয়ারম্যান হুট করে পা টেনে নিলেন। লোকটার হাত এতাে ঠাণ্ডা যে চেয়ারম্যান মনে করলেন তার পায়ে কেউ বরফের খণ্ড চেপে ধরেছে। কে তুই? চেয়ারম্যান জানতে চান। লােকটা বলল, আপনার এই তেঁতুল গাছটায় আমার দাদা থাকতেন। এই গাছটায় এখন আমি বসবাস করতে চাই। পৈতৃক সম্পত্তি বলে তাে একটা কথা আছে। চেয়ারম্যান ক্ষেপে গেলেন, নূরু মিয়া। নূরু.. নূর মিয়া দৌড়ে ছুটে এলেন। এটাকে তেতুল গাছের সঙ্গে বাঁধ। নূরু মিয়া ভিতর থেকে শিকল নিয়ে এলেন। যে শিকল দিয়ে চেয়ারম্যান তার নৌকা ঘাটে বেঁধে রাখেন। লােকটা বলল, আমার নাম ভূতম্যান। আমি ভূত তবে মানুষকে ভয় দেখাই না। বলতে পারেন ভালাে ভূত। চেয়ারম্যান তাকে বললেন, ব্যাস আর কোন কথা শুনতে চাই না। ভূতম্যান ফিসফিস করে বলল, দেশি মুরগী জবাই করে ছিলে নিয়ে আসেন।
Title | ভূতম্যান |
Author | দন্ত্যস রওশন, DANTYAS ROSHAN |
Publisher | পাঞ্জেরী পাবলিকেশন্স লি. |
ISBN | 9789846341843 |
Edition | 2018 |
Number of Pages | 79 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for ভূতম্যান