হাছনজানের রাজা। লেখক শাকুর মজিদ।
হাছন রাজা (১৮৫৪-১৯২২) বর্তমান সুনামগঞ্জ জেলার একজন সামন্তপ্রভু ছিলেন। পিতা ও মাতা উভয়ের কাছ থেকে পাওয়া বিশাল মিদারির মালিকানা চলে আসে কিশাের বয়সে। অর্থ, বেহিসাবি সম্পদ আর ক্ষমতার দাপটে বেপরােয়া জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েন। জাগতিক লােভলালসা, ক্ষমতায়ন, জবরদখল করেও তিনি তাঁর প্রতিপত্তি বাড়ানাের কাজে প্রবৃত্ত ছিলেন। কিন্তু একসময় তার ভেতরের ভ্রান্তি ঘুচে যায়। মধ্য পঞ্চাশে এসে তিনি ভিন্ন এক মানুষে পরিণত হয়ে যান। তাঁর বােধ হয় যে এ জগৎ সংসারের সব অনাচারের মূলে আছে অতিরিক্ত সম্পদ। কিছুদিনের জন্য অতিথি হয়ে আসা মানুষেরা আসলে মহাশক্তির কাছে একেবারেই নশ্বর। তিনি তাঁর সম্পদ জনকল্যাণের জন্য উইল করে দিয়ে কয়েকজন সঙ্গিনীকে নিয়ে হাওরে হাওরে ভাসতে থাকেন আর এর মধ্যে খুঁজতে থাকেন সেই মহাপরাক্রমশালী স্রষ্টাকে। সৃষ্টিকর্তাকে খুঁজতে খুঁজতে একসময় আবিষ্কার করেন, তাঁর নিজের মধ্যেই সৃষ্টিকর্তার বাস। তাঁর যে পিয়ারীকে সবাই হাছনজান বলে জানে, সে-ই আসল হাছন রাজা।
Title | হাছনজানের রাজা |
Author | শাকুর মজিদ, Shakur Majid |
Publisher | পাঞ্জেরী পাবলিকেশন্স লি. |
ISBN | 9789846341126 |
Edition | 2019 |
Number of Pages | 64 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for হাছনজানের রাজা