রবীন্দ্রসঙ্গীতাচার্য শৈলজারঞ্জন মজুমদার। লেখক সঞ্জয় সরকার।
রবীন্দ্রনাথ ঠাকুর একদিন তাঁকে জিজ্ঞেস করলেন, 'কেউ যদি প্রশ্ন করে তুমি কী করো, তবে কী বলবে?' শৈলজারঞ্জন বললেন, 'আমি অধ্যাপনা করি বলবো।' রবীন্দ্রনাথ আবার জিজ্ঞেস করলেন, ‘অধ্যাপনা তো করো, কী বিষয়ে বলবে?” শৈলজারঞ্জন বললেন, 'কেন, কেমিস্ট্রির?' তখন রবীন্দ্রনাথ বললেন, 'না না, একটা নয়, দুটো মিশিয়ে বলবে।' শৈলজারঞ্জন জানতে চাইলেন, ‘কার সঙ্গে কী মেশাবো?' রবীন্দ্রনাথ বললেন, 'হয় বলবে কেমিক্যাল মিউজিক, নয় বলবে মিউজিক্যাল কেমেস্ট্রি'। অর্থাৎ তাঁর 'বিজ্ঞায়নের রসায়ন' দিনে দিনে পরিণত হয়েছিল সঙ্গীত বা 'রাগরাগিণীর রসায়ন-এ।
Title | রবীন্দ্রসঙ্গীতাচার্য শৈলজারঞ্জন মজুমদার |
Author | সঞ্জয় সরকার |
Publisher | চারুলিপি প্রকাশন |
ISBN | 9789845982832 |
Edition | ফেব্রুয়ারি ২০২০ |
Number of Pages | 96 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for রবীন্দ্রসঙ্গীতাচার্য শৈলজারঞ্জন মজুমদার