• 01914950420
  • support@mamunbooks.com
গণিত -  অষ্টম শ্রেণি ২০২৪
 
প্রিয় শিক্ষার্থী,
 
শিক্ষাক্রম পরিবর্তনের ধারাবাহিকতায় তোমরা NCTB প্রদত্ত নতুন ধারার পাঠ্যবইগুলো হাতে পেয়েছো। পরিবর্তিত পৃথিবীর সাথে খাপ খাইয়ে নিতে এবং বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সুদক্ষ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস হিসেবে নতুন এই শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছে।
 
নতুন শিক্ষাক্রমের গণিত পাঠ্যবইটির মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞতাভিত্তিক শিখন প্রক্রিয়ায় গণিত সম্পর্কে জানবে। এর ফলে গণিতকে কেবল তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং গাণিতিক ধারণা কাজে লাগিয়ে বিভিন্ন বাস্তবমুখী সমস্যা সমাধানে শিক্ষার্থীদেরকে পারদর্শী করে গড়ে গড়ে তোলা হবে।
 
তোমাদের গণিত যাত্রাকে সহজ করতে সহায়ক বই হিসেবে তোমাদের পাশে রয়েছে এই গণিত 'Student Book'  বইটি। এ বইটিতে পাঠ্যবই এর প্রতিটি শিখন অভিজ্ঞতাকে শিক্ষক সহায়িকার অনুকরণে অনেকগুলো সেশনে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেশনে রয়েছে 'যে বিষয়গুলো জানতেই হবে' এবং 'চলো অনুশীলন করি' নামে দুটি অংশ।
 
‘যে বিষয়গুলো জানতেই হবে' তথা প্রথম অংশ তৈরি করা হয়েছে Basic Concept Development কে মাথায় রেখে। এ অংশে প্রতিটি সেশনে আলোচিত Theory গুলোকে বিস্তারিত বর্ণনা ও চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা উক্ত সেশনের জন্য প্রয়োজনীয় Basic Concept Develop করতে পারবে।
 
প্রচুর পরিমাণে Practice ব্যতীত গণিতে ভালো করা সম্ভব নয়। তাই 'চলো অনুশীলন করি' তথা দ্বিতীয় অংশটি তৈরি করা হয়েছে Practice কে মাথায় রেখে। এ অংশে সেশনভিত্তিক পর্যাপ্ত পরিমাণ কাজ তথা Practice math রয়েছে যা শিক্ষার্থীরা প্রথম অংশে থেকে প্রাপ্ত Basic দিয়ে সমাধান করতে পারবে। এ অংশের কাজগুলো বারবার অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা ওই সেশনটিতে দক্ষ হয়ে উঠবে। এছাড়াও পাঠ্যবই এ প্রদত্ত কাজ ও প্রজেক্টগুলো নির্ভুলভাবে সমাধানের যথাযথ নির্দেশনা সহ নমুনা সমাধান এ অংশে যোগ করা হয়েছে।
 
তোমাদেরকে এবারের নতুন মূল্যায়ন পদ্ধতির সাথে পরিচিত করতে এবং ষাণ্মাসিক ও বার্ষিক মুল্যায়ন পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী করতে শিখন অভিজ্ঞতার শেষে রয়েছে 'মূল্যায়ন প্রস্তুতি' ও এর নমুনা সমাধান। এগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা একদিকে গণিতের বাস্তব অভিজ্ঞতাভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবে, অপরদিকে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পথে এগিয়ে যাবে।
 
আমরা আশা করি, নতুন শিক্ষাক্রমের গণিত পাঠ্যবইটির সাথে তোমাদের যে যাত্রা শুরু হয়েছে, সে যাত্রায় এই সহায়ক বইটি শ্রেষ্ঠ বন্ধুর পরিচয় দিবে এবং তোমাদেরকে সুদক্ষ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
The Royal Scientific Publications, দ্য রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স
The Royal Scientific Publications, দ্য রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স

Related Products

Best Selling

Review

0 Review(s) for Math Student Book for Class 8

Subscribe Our Newsletter

 0