মুখবন্ধ
পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহ্ তালা, যিনি এই বিশ্ব মন্ডল এ সুন্দর করে সৃষ্টি করেছেন। তাঁর অশেষ মেহেরবানীতে আমার এ ছোট্ট অথচ কঠিন একটা কাজ সম্পন্ন করতে পেরেছি। এ জন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তামাদি আইন একটি বিধিবদ্ধ আইন। কোন বিশেষ ক্ষেত্রে এই আইনের প্রয়োগ যতই কড় মনে হউক না কেন, আদালতকে এই আইনের বিধান মেনে চলতে হয়। এই আইনের বিধান অনুযায়ী অনুমোদনযোগ্য না হলে কোন প্রার্থীকে আদালত ন্যায়বিচার এর খাতিরে সময়সীমার ব্যাপারে কোন অনুকম্পা প্রদর্শন করতে পারবে না। তামাদি বিষয়ে বিবাদীপক্ষ কোন আপত্তি উত্থাপন করল কিনা ইহা সম্পূর্ণ অবান্তর এবং অপ্রাসঙ্গিক বলে গণ্য হবে।
এই আইনের প্রথম দিকে ২৯টি ধারা এবং শেষে দিকে ১ নং তফসীলে (সিডিউল) ১৮৩টি অনুচ্ছেদ (আর্টিকেল) আছে। ১ ধারায় ভূমিকা এবং আইনের প্রয়োগ ক্ষেত্রে ইত্যাদি উল্লেখ আছে। ২ ধারায় এই আইনে ব্যবহৃত কতিপয় শব্দের সংঙ্গা পাওয়া যাবে। ৩ হতে ২৫ ধারা পর্যন্ত যে কোন প্রকারের মামলা, আপীল এবং দরখাস্ত দাখিলের সময়সীমা বিষয়ে আইনের সাধারণ নিয়মাবলী ব্যতিক্রমসহ বর্ণিত আছে। ২৭ ধারায় প্রজাস্বত্ত্ব (ইজমেন্ট রাইট) অর্জনের সময়সীমা সংক্রান্ত বিধানাবলী পাওয়া যাবে। ২৮ ধারায় জবর দখলের মাধ্যমে স্থাবর সম্পত্তিতে মালিকের স্বত্ত্ব লোপ এবং জবর দখলকারীর স্বত্ব অর্জনের সময়সীমা বর্ণিত আছে। তফসীলে বর্ণিত ১৮৩টি আর্টিকেলে কোন সময় হতে কত সময়ের মধ্যে আদালতে দরখাস্ত দাখিল করতে হবে তাহার বিবরণ আছে।
নোয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব তন্ময় দাস, উপপরিচালক, স্থানীয় সরকার জনাব আব্দুর রউফ মন্ডল এবং বন্ধু প্রতীম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব আবু ইউসুফ বইটি প্রথম সংস্করণ প্রকাশে উৎসাহ প্রদান করায় তাঁদের প্রতি রইল আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা ।
বইটি প্রকাশে আমার সহধর্মীনি লুৎফুন নাহার রিনি যে ত্যাগ স্বীকার করেছেন, সে জন্য আমি তাঁর কাছেও কৃতজ্ঞ । বইটির পাণ্ডুলিপি প্রণয়নে আমার গোপনীয় সহকারী জনাব মোঃ আজাদ যে পরিশ্রম করেছেন, সে জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ । তাছাড়া বইটির মুদ্রণে সংগতি প্রিন্টার্স প্রেসের স্বত্ত্বাধিকারী এবং প্রেসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ যে সহয়তার পরিচয় দিয়েছেন, সে জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি । সর্বোপরি জনাব জাহিদুল হোসেন সুমন, আদি প্রকাশনী এবং জনাব নবী উল্লাহ, সুমন ল'বুক সিন্ডিকেট বইটি প্রকাশের দায়িত্ব গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
পরিশেষে গ্রন্থে কিছু কিছু মুদ্রণ জনিত ত্রুটি হয়ত থাকতে পারে তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী সংকলনে সেগুলো অপসারণ করতে সচেষ্ট থাকব। পরিশেষে, মাঠ প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তা এবং সাধারণ জনগণ গ্রন্থটির মাধ্যমে কিছুটা উপকৃত হলে আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করব ।
তারিকুল আলম
অতিরিক্ত জেলা ম্যাজিস্টে নোয়াখালী
Title | তামাদি আইন |
Author | তরিকুল আলম, Tarikul Alam |
Publisher | সুমন ল' বুক সিন্ডিকেট |
ISBN | |
Edition | প্রথম প্রকাশ - ২০ ফেব্রুয়ারী , ২০২০ |
Number of Pages | 240 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for তামাদি আইন