• 01914950420
  • support@mamunbooks.com

তৃতীয় সংস্করণের ভূমিকা-

বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ২০০০ সালে। এরপর ২০০৭ সালে গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। বাজারে যথেষ্ট চাহিদা থাকা সত্ত্বেও ভূমি মন্ত্রণালয়ের সার্কুলার এবং আইন ও বিধিতে পরিবর্তন আসার কারণে বইটি একাধিকবার পুনঃ মুদ্রণ করা হয়নি। ইতোমধ্যে প্রায় ৭/৮ বছর পেরিয়ে যাওয়ায় বইটির তৃতীয় সংস্কদের কাজ হাতে নেয়া হয়। ইচ্ছা থাকা সত্ত্বেও ভূমি আইন ও বিধি'র বিষয়টি জটিল হওয়ায় স্বল্প সময়ের ব্যবধানে সংস্করণ বের করা যায়নি। তৃতীয় সংস্করণে হালনাগাদ তথ্য সংযোজন করা হয়েছে। বিশেষ করে অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা ও রেকর্ড সংশোধন ব্যবস্থাপনা অধ্যায়ে তথাগত বেশ পরিবর্তন আনা হয়েছে এবং মহাফেজখানা ব্যবস্থাপনা শিরোনামে আলাদা একটা রাখা হয়েছে। তাছাড়া হালনাগাদ তথ্যের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় ও অন্যান্য অফিস কর্তৃক প্রণীত সার্কুলার সংগ্রহ করে তা প্রতিটি অধ্যায়ের শেষে দেয়া হয়েছে এবং সংশ্লিষ্ট অধ্যায়ের শেষে থাকা অর্ডার সিটের মত একটি এল এ কেসের নমুনা অর্ডার সিট যথাস্থানে সংযোজন করা হয়েছে। বইটির শেষ অধ্যায়ে হালনাগাদ আইন, বিধিমালা,

নীতিমালা ও অনুশাসন রাখা হয়েছে। সর্বোপরি বইটির প্রতিটি অধ্যায়ই প্রয়োজনীয় আইন, বিধি ও নীতিমালার আলোকে হালনাগাদ করা হয়। আশা করি বইটির তৃতীয় সংস্কারণ পাঠক ও ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সমর্থ হবে।

বইটির কম্পিউটার কম্পোজ ও টাইপিং কাজে জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সহকারী প্রকৌশলী জনাব শেখ মোঃ আনোয়ার হোসেন সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। অপরদিকে বইটির ছাপা সংক্রান্ত যাবতীয় কাজ করে দেরাজ প্রিন্টার্সের প্রোপাইটার জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, ১৩২ আরামবাগ, মতিঝিল বা/এ, ঢাকা- ১০০০ আমাকে কৃতজ্ঞতার পাশে বেঁধেছেন। যে কোন পুস্তক প্রকাশনার ক্ষেত্রে একটা আর্থিক সংশ্লেষ থাকে। এক্ষেত্রে আমার পুত্র সাথী মিত্র দেবনাথ, কম্পিউটার প্রকৌশলী এবং আমার সহধর্মীনি মিসেস নীতি দেবনাথ তাঁদের সঞ্চিত অর্থ দিয়ে বইটির প্রকাশনায় এগিয়ে এসেছেন। তাঁদের আর্থিক সহায়তা না পেলে পুস্তকটির তৃতীয় সংস্করণ বের করা হয়তো সম্ভব হতো না। এজন্য তাঁদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা/কর্মচারীদের যারা আমাকে বইটির তৃতীয় সংস্করণ বের করার ক্ষেত্রে উৎসাহ যোগিয়েছেন। স্রষ্টার অশেষ কৃপা থাকায় এ কাজটি সকলের সহযোগিতা

নিয়ে শেষ করা সম্ভব হয়েছে। আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকায় পুস্তকটিতে ভুল-ভ্রান্তি থাকতে পারে। তাই পুস্তকটির উৎকর্ষ সাধনে সকল মহলের মূল্যবান পরামর্শ আমি স্বশ্রদ্ধ চিত্তে গ্রহণ করতে সদা প্রস্তুত আছি 1

তারিখ ঃ ২৯-০৩-২০১৬ খ্রিঃ

(নারায়ণ চন্দ্র দেবনাথ)

পরিচালক (যুগ্মসচিব)

জাতীয় ক্রীড়া পরিষদ, ঢাকা ফোন : ০১৭১১-৭৩৬৭৬৫

Title বাংলাদেশের ভূমি ব্যাবস্থাপনা
Author
Publisher সুমন ল' বুক সিন্ডিকেট
ISBN
Edition February - 2019
Number of Pages 724
Country Bangladesh
Language Bengali, English,
নারায়ণ চন্দ্র দেবনাথ, Narayan Chandro Debnath
নারায়ণ চন্দ্র দেবনাথ, Narayan Chandro Debnath

Related Products

Best Selling

Review

0 Review(s) for বাংলাদেশের ভূমি ব্যাবস্থাপনা

Subscribe Our Newsletter

 0