লেখকের কথা
আমার লেখার হাতে-খড়ি কৈশোরে। গ্রামের স্কুলে ৮ম শ্রেণীতে পড়াকালীন। কারো বিদায়, আগমন, অভ্যর্থনা, বিবাহ ইত্যাদি উপলক্ষে মা রানার মাধ্যমে। কখনো গনো, কখনো পদো কাব্যিক ভাষায় লিখতাম। আমাদের বাসায় পড়বার মতো অনেক বই জল। আমার বাবা ১৯২৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. ৩ ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.টি. ডিগ্রী অর্জন করেন তিনি আজীবন শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত ছিলেন বাবা কলকাতা থেকে প্রকাশিত সওগাত, বুলবুল, প্রবাসী, ভারতবর্ষ, মাসিক মোহাম্মদ প্রভৃতি পত্র-পত্রিকার নিয়মিত গ্রাহক ছিলেন ।
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এসব পত্রিকার বাঁধানো কপি আমাদের ঘরে ছিল তা দিয়ে সাহিত্য পাঠে আসক্তি ও লেখালেখির চর্চা। প্রাসঙ্গিক বিবেচনায় এসব ফললাম আমার সাহিত্য নিয়ে পড়বার কথা ছিল। তা হয়নি মুরুব্বিদের পরামর্শে পড়েছি অর্থনীতি লেখালেখির চর্চা অনেকটা ছাত্রজীবনে কর্মজীবনে তার খুব একটা প্রসার হয়নি কর্মসূত্রে কিছু ফরমায়েশী লেখা লিখতে হয়েছে। সত্য কথা বলতে কী সরকারি চাকুরি করে Freedom of thought and conscience-এর সুরক্ষা পাওয়া যায়। না। তবুও বিভিন্ন সময়ে যা কিছু লিখেছি, সঠিক বলে ভেবেছি ও বিশ্বাস করেছি, প্রকাশিত, অপ্রকাশিত সংগ্রহ থেকে তা সংকলন করে এ বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছি। কাজটি করেছি এক ধরনের দায়বদ্ধতার তাগিদে ।
এ বইতে যে প্রবন্ধ-নিবন্ধগুলো স্থান পেয়েছে, তার শুরু ১৯৯০ দশকের শেষের দিকে। তারপর বিভিন্ন সময়ে বেশকিছু লেখা তৈরি করা হয়েছে। মোটামুটিভাবে ১৯৯৭ থেকে ২০১৫ প্রবন্ধগুলোর রচনাকাল ধরা যায়। লেখাগুলোতে বিভিন্ন বিষয় ও পছন্দের সমাহার ঘটেছে। সমাজ, সমকালীন রাজনীতি, অর্থনীতি ও সাহিত্যের আশ্রয়ে বিভিন্ন লেখার শরীর বিনির্মাণ ও বিন্যাস করা হয়েছে। '৪৭-এর দেশ বিভাগ, বিশেষ করে বাংলা বিভাগ ও '৪৭ পরবর্তী রাজনৈতিক, অর্থনৈতিক ও ইতিহাসের নানাবিধ বিষয় বিভিন্ন প্রবন্ধের উপজীব্য হয়েছে । কবিতাগুলোর রচনাকাল ১৯৭৭ থেকে ২০১৪
'জাতিরাষ্ট্র, বঙ্গবন্ধু ও সমাজ-ইতিহাস' শিরোনামে প্রথম অধ্যায়ে দশটি প্রবন্ধে বাংলাদেশ জাতিরাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাস, অখণ্ড স্বাধীন বাংলা প্রতিষ্ঠার প্রয়াস ও বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর বিশ্লেষণাত্মক আলোচনা করা হয়েছে। ৪৭ থেকে '৭১ অবধি সময়কালে বঙ্গবন্ধুর কৌশলী ও আপোষহীন নেতৃত্ব কিভাবে বাংলাদেশ জাতিরাষ্ট্র গঠনে ফলপ্রসূ হয়েছে, তা এ পুস্তকের মূল উপজীব্য হিসেবে প্রতিভাত । বঙ্গবন্ধুর ডান হাত বলে খ্যাত জনাব
তাজউদ্দীন আহমদ ইতিহাসের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে আলোচনায় এসেছেন। বাঙালীর মুক্তির মূলমন্ত্র ৬ দফা ভিত্তিক একটি প্রবন্ধ এ অধ্যায়ে ঠাঁই পেয়েছে। অন্য একটি প্রবন্ধে সাম্প্রদায়িকতা ও ধর্মভিত্তিক রাষ্ট্রের আশঙ্খা থেকে উত্তরণের উপায় খোঁজা হয়েছে। বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক উপাদান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, তাৎপর্য ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ওপর তার সমর্থক প্রভাব আমাদে ভাষার লড়াই প্রবন্ধে আলোচনা করা হয়েছে।
দ্বিতীয় অধ্যায় সাহিত্য ও ঐতিহ্যবোধ' অংশে প্রবন্ধ সংখ্যা নয়টি বাংলার দুই প্রধান কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য কর্ম ভিত্তিক ৫টি প্রবন্ধে নন্দনতাত্ত্বিক ও সমাজ মনোজাগতিক বিশ্লেষণ করা হয়েছে। 'শিক্ষার সাধনা' নিবন্ধে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার গলদ ও তার উত্তরণের উপায় নির্মোহভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাঙালি মুসলমানের বুদ্ধির মুক্তির লক্ষ্যে মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখার ভূমিকা ও সমকালীন সমাজের আদল 'মুসলিম সাহিত্য সমাজ' প্রবন্ধে তথ্যপ্রমাণসহ উপস্থাপন করা হয়েছে অরণ্যের জন্য ভালবাসা আমাদেরকে 'দাও ফিরে সে অরণ্য, লও এ নগর'-এ ফিরিয়ে নেয় একটি অভিভাষণে নিজস্ব কিছু অনুভূতির লেখচিত্র অঙ্কন করা হয়েছে।
'পলাশীর প্রাঙ্গণ' তৃতীয় অধ্যায়ে পলাশী বিষয়ে ৫টি নিবন্ধে (বেতার কথিকায়) পলাশীর সমসাময়িক ঘটনাবলি, নবাবী আমলের সহজাত ষড়যন্ত্র, বাংলার অর্থনীতি ও বাংলার শেষ স্বাধীন নবাব মনসুর-উল-মূলক মির্জা মহম্মদ শাহ আলী খান সিরাজউদ্দৌলা বাহাদুর হায়বৎ জঙ্গ-এর নিখাদ দেশপ্রেম ও ষড়যন্ত্রীদের হাতে পরাজয়ের সকরুণ কাহিনী সংক্ষেপে বর্ণনা করা হয়েছে।
'মুক্তির কবিতা' চতুর্থ অধ্যায় সম্পর্কে কিছু বলা প্রয়োজন। বাঙালি মাত্রই কবি সাগর, পাহাড়, অরণ্যানী, নদ-নদী পরিবেষ্টিত এ দেশের হাজার বছরের শ্রেষ্ঠ ঘটনা '৭১-এর মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ও তার পরিসীমার আবেষ্টনে কতিপয় কবিতা লিখেছিলাম বিভিন্ন ঘটনা ও ইতিহাসের ঘাত-প্রতিঘাতে। প্রাসঙ্গিকতা বিবেচনায় কিছু কবিতা এ পুস্তকে ঠাঁই পেয়েছে ।
এ গ্রন্থ রচনায় যাদের সহায়তা পেয়েছি, তাদের জানাই সুগভীর কৃতজ্ঞতা যে সমস্ত লেখকের রচনার সহায়তা নেয়া হয়েছে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ । জনাব লোকেশ্বর সিংহ স্বতঃপ্রণোদিত হয়ে পুস্তকের প্রচ্ছদ করে দিয়ে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন কম্পিউটার কম্পোজের ক্ষেত্রে স্নেহভাজন জাহাঙ্গীর হোসেন, মেহেদী হাসান, কামরুল হাসান ও মো. আরিফুল ইসলাম অনেক পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ প্রুফ দেখার কাজে অনুজ প্রতিম রমা বিশ্বাস যথেষ্ট সহায়তা করেছেন। তাকে অশেষ ধন্যবাদ। আমার একান্ত সচিব
A
(সিনিয়র
অকান্ত পি
আগ্রহ ও
আন্তরিক
আমার
কতিপয়
হলো G
স্বাধীনতা
জাতিস
করা হে
চিত্রলিি
নিচ্ছি ।
ফজলু
থেকে
আশা
(সিনিয়র সহকারী সচিব) কাজী মোঃ সায়েমুজ্জামান প্রুফ দেখা থেকে সকল কাজে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাকে জানাই আন্তরিক ধानान সুम ' বুক সিন্ডিকেট- এর স্বত্ত্বাধিকারী জনাব মো: জাহিদুল হোসেন সুমন ও মো: নবী উল্লাহ-এর আন্তরিক আগ্রহ ও প্রচেষ্টায় বইটির দ্বিতীয় সংস্করণ দ্রুত প্রকাশ করা সম্ভব হলো। তাদের আন্তরিক ধন্যবাদ । উল্লেখ্য যে, বাংলাদেশ সিভিল সার্ভিসে ১৯৮২ নিয়মিত ব্যাচের আমার সহকর্মীদের অনেকের অনুপ্রেরণা ও তাগিদে বিভিন্ন সময়ে নোভরের জন্য কতিপয় নিবন্ধ লিখেছিলাম। সেগুলো প্রাসঙ্গিকতা বিবেচনায় এ গ্রন্থে ছাপিয়ে দেয়া হলো। নোঙরের বন্ধুরা ধন্যবাদের হকদার।
ব্যক্তিক-নৈর্ব্যক্তিক সবকিছু ছাপিয়ে এ পুস্তকে প্রধানত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলার চেষ্টা করা হয়েছে। এ পুস্তকে ইতিহাসের স্রোতরেখার উজান বেয়ে স্বাধীনতার পদাবলী উচ্চারণের চেষ্টা করেছি । বাংলার স্বাধীনতার মহানায়ক ও বাঙালী জাতিসত্তার চিরন্তন প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সশ্রদ্ধ সম্মান প্রদর্শন করা হয়েছে। এ প্রয়াস বাংলা, বাংলাদেশ ও বাঙালীর প্রতি চিরায়ত ভালোবাসার চিত্রলিপি অঙ্কনের । কোনরূপ ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে, তার জন্য আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি । সহৃদয় পাঠক জানালে সত্যনিষ্ঠভাবে তা পরিমার্জন করা হবে ।
পরিশেষে বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শেরে বাংলা এ. কে. ফজলুল হক সাহেবের নবযুগ পত্রিকার সম্পাদক হিসেবে ১৩৪৯ বাংলার ৩ বৈশাখ 'বাঙালীর বাংলা' নামে যে সম্পাদকীয় নিবন্ধ লিখেছিলেন, প্রাসঙ্গিকতা বিবেচনায় তা থেকে উদ্ধৃত করছি- 'বাংলা বাঙালীর হোক! বাঙলার জয় হোক! বাঙালীর জয় হোক।' আশা করি এ থেকে অনেক দ্বন্দ্ব নিরসন হবে।
আ. ন. ম. আবদুর রহমান এনডিসি
almrahman14@gmail.com
Title | বাংলাদেশ জাতিরাষ্ট্র : বঙ্গবন্ধু ও অন্যান্য ভাবনা |
Author | আ.ল.ম. আবদুর রহমান, A.L.M. Abdur Rahman |
Publisher | সুমন ল' বুক সিন্ডিকেট |
ISBN | |
Edition | 2nd Edition : April - 2017 |
Number of Pages | 246 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for বাংলাদেশ জাতিরাষ্ট্র : বঙ্গবন্ধু ও অন্যান্য ভাবনা