আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ), তার গত ১১ বছরের যাত্রায় নানাবিধ মিথ্যে প্রােপাগান্ডার মধ্যে দিয়ে গেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কালে সংঘঠিত নানাবিধ আন্তর্জাতিক অপরাধের বিচার করবার জন্য মুক্তিযুদ্ধের প্রায় ৩৯ বছর পর এই ট্রাইব্যুনালটি গঠিত হয়। যদিও এই ট্রাইব্যুনালের আইনটি ১৯৭৩ সালে সংবিধানের প্রথম সংশােধনীর মাধ্যমে প্রণীত হয়, কিন্তু বাংলাদেশের নানাবিধ রাজনৈতিক ঘাত-প্রতিঘাত আর উত্থান-পতনের মধ্যে দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে এই ৩৯টি বছর। যদিও আরেকটি আইন, বিশেষভাবে পরিচিত ‘দালাল আইন’ নামে, এই আইন দিয়ে মুক্তিযুদ্ধকালীন সংঘঠিত নানাবিধ অপরাধের বিচারের যাত্রা শুরু হয়েছিল। সেটিও তৎকালীন সময়ে শত প্রােপাগান্ডার চাপে পড়ে তার গতি ঠিক রাখতে পারেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর শাসন আমলে সেই বিচারের ক্ষেত্রে কয়েকটি প্রধান অপরাধকে বাইরে রেখে বাকি অন্য অপরাধের জন্য অপরাধীদের ক্ষমা করে দেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেই আইনটিই বাতিল করে দেয়া হয়। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আর তারপরের বাংলাদেশের রাজনৈতিক গতি-প্রকৃতি, মুক্তিযুদ্ধকালীন নানাবিধ আন্তর্জাতিক অপরাধের বিচারের দাবীকে ম্লান-ই করে দিয়েছিল। একই সমাজে অপরাধের শিকার আর অপরাধী বাস করতে শুরু করে এবং বিষ্ময়ের ব্যাপার
Title | আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ |
Author | নিঝুম মজুমদার,Nijhoom Majumdar |
Publisher | গ্রন্থিক প্রকাশন |
ISBN | |
Edition | |
Number of Pages | |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ