আবীরের ভেতরে অটিজমের মেঘ দেখে প্রথমে ভয় পেয়েছিল নেহা। পাশাপাশি দেখতে পেয়েছিল সূর্য-সম্ভাবনার আলোও। ভয়কে ভরসায় পরিণত করেছিল সে। নতুন আশায় সে হয়ে উঠেছিল নতুন মানুষ। শুরু হয়েছিল নতুন জীবন। পদে পদে বাধা এসেছিল বিপুল। নেহার চলা থামেনি। স্বামী মারুফ দেখছিল, নেহাকে যত কঠিন দিকে ঠেলে দেয়া হোক না কেন, তার চেয়েও কঠিন এক প্রত্যয় তার আছে।
দৃশ্যের পর দৃশ্য, ঘটনার পর ঘটনা, কাহিনি ও অনুভবের বৃত্ত ভেঙে ভেঙে এ উপন্যাসে আবীর নামের শিশুটিকে ঘিরে আসলে খুলে যেতে থাকে অটিজম নিয়ে অনেক ভুল ধারণার জট। সংকটের সামনে দাঁড়ানো, বাইরে থেকে দেখতে স্বাভাবিক মানুষগুলোও যে কতরকমের মনোবৈকল্যে ভরা, সেসব উঠে এসেছে এর নানান বয়ানে। কারো উদাসীনতা, কারো ক্ষমাহীন উপেক্ষা ও বিরুদ্ধতা নেহাকে ভেতরে ভেতরে যত বিপর্যস্ত করেছে, ততই আবীরকে সে পেয়েছে আরো নিবিড়ভাবে। আবীরের অনেক না পারার মধ্যে দিয়ে নিজেই নেহা অনেক কিছু পারতে শিখেছে। নিজের ও মানুষের হেরে যাওয়া বা জিতে যাওয়ার দিকগুলো তার কাছে একটু একটু করে স্বচ্ছ হয়ে গিয়েছে। নেহা আবীরকে গড়তে গড়তে যেন নিজেকেই গড়েছে। অটিজমকে চেনা, জানা ও নানান শিক্ষণ-প্রশিক্ষণের মাধ্যমে এটি কী করে অতিক্রম করা যায়- এই উপন্যাসে সেসব হয়ে উঠেছে মর্মস্পর্শী। অটিজম নিয়ে ভয়, দ্বিধা, নিজের সঙ্গে নিরন্তর দ্বন্দ্ববিবাদ, দেহমনের সব বাধাবিপত্তি যেভাবে পেরিয়ে যেতে হয়, তা নেহার মতো করে কজন পারে?
এ উপন্যাস নেহা নামের এক নারীর, এক মায়ের অনমনীয় লড়াইয়ের কাহিনি। অটিস্টিক শিশুর মধ্যে স্বাভাবিক মানুষ হবার সম্ভাবনা দেখা ও দেখানোর এ উপন্যাস অবিরাম রক্তক্ষরণের মধ্যদিয়ে জীবনের অপার সম্ভাবনাকে খুঁজে পাওয়ার অনন্য সামাজিক দলিল।
Title | বেদনার আমরা সন্তান |
Author | আফসানা বেগম, Afsana Begum |
Publisher | কথা প্রকাশ |
ISBN | 9847012007211 |
Edition | 01 Feb, 2018 |
Number of Pages | 224 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for বেদনার আমরা সন্তান