• 01914950420
  • support@mamunbooks.com

ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয়

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পটভূমি এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে এর অভিযাত্রা এই বইয়ের বিষয়বস্তু। ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ কালপর্বের সাক্ষী ও সক্রিয় অংশগ্রহণকারী। সে অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ইতিহাসের এক তাত্পর্যপূর্ণ অধ্যায় উঠে এসেছে এ বইয়ে।
ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কালপর্বের প্রত্যক্ষদর্শী। কখনো নেপথ্যে আবার কখনো প্রকাশ্যে তিনি বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশে ভূমিকা রেখেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি ছিলেন বঙ্গবন্ধুর পক্ষের অন্যতম আইনজীবী। ১৯৬৯ সালে আইয়ুব খানের ডাকা গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধুর পক্ষে সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন। ১৯৭০ সালে আওয়ামী লীগের তরফে শাসনতন্ত্রের খসড়া প্রণয়ন এবং তার ভিত্তিতে পাকিস্তানিদের সঙ্গে আলোচনায়ও ছিলেন বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী। তাঁরই নেতৃত্বে প্রণীত হয় বাংলাদেশের বাহাত্তরের সংবিধান। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপনে বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি তাত্পর্যপূর্ণ ভূমিকা পালন করেন। ইতিহাসের সেসব গুরুত্বপূর্ণ অধ্যায়—জানা-অজানা নানা তথ্য ও ঘটনা গ্রন্থভুক্ত কামাল হোসেনের দীর্ঘ দুটি সাক্ষাত্কারে সবিস্তার উঠে এসেছে। এ ছাড়া গ্রন্থের অন্য লেখকেরাও তাঁদের রচনায় নিজেদের অভিজ্ঞতার আলোকে ও বস্তুনিষ্ঠভাবে বাংলাদেশের জন্ম ও বিকাশে ড. কামাল হোসেনের অবদানের কথা তুলে ধরেছেন। আমাদের স্বাধীনতাযুদ্ধের পূর্বাপর ইতিহাস জানতে ও বুঝতে পাঠককে সহায়তা করবে এ বই।

সম্পাদক পরিচিতি
ড. মির্জা হাসান
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অধ্যাপনা করেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রের মধ্যে রয়েছে শাসনব্যবস্থার সঙ্গে উন্নয়নের সম্পর্ক, রাষ্ট্র ও সমাজের সম্পর্ক এবং পুঁজিবাদ উত্তর সমাজ-অর্থনীতির রূপকল্প। বিভিন্ন বিষয়ে তাঁর লেখা অধ্যায় রাউটলেজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রভৃতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থার বইয়ে প্রকাশিত হয়েছে।

আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনে পিএইচডি করেন। পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে জার্মানি ও ইংল্যান্ডে কাজ করেছেন। আন্তর্জাতিক নদী আইন ও গণপরিষদ বিতর্কের ওপর তাঁর গ্রন্থ প্রকাশিত হয়েছে যথাক্রমে ইউপিএল ও প্রথমা থেকে। বিভিন্ন বিষয়ে তাঁর লেখা অধ্যায় প্রকাশিত হয়েছে স্প্রিঙ্গার, রাউটলেজ, ক্লুয়ার ইত্যাদি নামী প্রতিষ্ঠানের বইয়ে।

শরীফ ভূঁইয়া
এলএলএম ও পিএইচডি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েট-এর ডেপুটি হেড অব চেম্বার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং লটারপ্যাক্ট সেন্টার ফর ইন্টারন্যাশনাল ল-এর সাবেক ভিজিটিং ফেলো। ঘধঃরড়হধষ খধ িরহ ডঞঙ খধ িনামে তাঁর গ্রন্থ প্রকাশিত হয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে।

ও বিকাশ

Title ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ
Author
Publisher প্রথমা প্রকাশন
ISBN 9789849835035
Edition জানুয়ারী ২০২৪
Number of Pages 224
Country Bangladesh
Language Bengali,

Related Products

Best Selling

Review

0 Review(s) for ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ

Subscribe Our Newsletter

 0