• 01914950420
  • support@mamunbooks.com

বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন অধ্যাদেশ বলে প্রতিষ্ঠিত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একটি বিধিবদ্ধ সংস্থা । ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি ও শিক্ষাসহ ঔষধের মান নির্ধারণ কল্পে ফর্মুলারী-ফার্মাকোপিয়া প্রণয়ন ও প্রকাশের দায়িত্ব বোর্ডের উপর অর্পিত । বোর্ডের সুপারিশক্রমে ১৯৮৭ সালে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের জন্য জাতীয় ইউনানী ও আয়ুর্বেদিক ফর্মুলারী কমিটি গঠিত হয়। পরবর্তীতে গ্রন্থ দু'টির পরিবর্তন, সংযোজন, সংশোধন ইত্যাদির মাধ্যমে হাল-নাগাদ করতে ২০০৩ সালে জাতীয় ইউনানী ও আয়ুর্বেদিক ফর্মুলারী কমিটি পনর্গঠন করা হয় । জাতীয় ইউনানী ও আয়ুর্বেদিক ফর্মুলারী কমিটি কর্তৃক বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী ও বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারী প্রণয়ন এক যুগান্তকারী পদক্ষেপ ।


ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাবিদ, শিক্ষাবিদ, আধুনিক চিকিৎসা বিজ্ঞানী, ভেষজ বিজ্ঞানী, রসায়নবিদ ও উদ্ভিদ বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কমিটির বিজ্ঞ সদস্যদের একনিষ্ঠ প্রচেষ্টায় ফর্মুলারীদ্বয়ের ২য় সংস্করণের কাজ সম্পন্ন করা হয়েছে । ইউনানী ও আয়ুর্বেদিক ঔষধের বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী ও বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারী গ্রন্থ দু'টি সরকার কর্তৃক স্বীকৃত একমাত্র অনুমোদিত ও বৈধ সূত্র হিসেবে পরিগণিত ।


এ গ্রন্থ দু'টি অফিসিয়াল ফর্মুলারীর অভাব পুরণের পাশাপাশি শিক্ষার্থী, চিকিৎসক, গবেষক ও বিদ্যানুরাগীদের চাহিদা পূরণ করবে ।


বিলম্বে হলেও আল্লাহতালার অশেষ কৃপায় ফর্মুলারী গ্রন্থ দু'টির ২য় সংস্করণ প্রকাশিত হয়েছে । জাতীয় ইউনানী ও আয়ুর্বেদিক ফর্মুলারী কমিটি এবং সাব-কমিটির সদস্যবৃন্দ অত্যন্ত নিষ্ঠার সাথে অর্পিত দাযিত্ব পালন করেছেন । সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ।

Title বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারী
Author
Publisher বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড
ISBN
Edition 2011
Number of Pages 911
Country Bangladesh
Language Bengali,

Related Products

Best Selling

Review

0 Review(s) for বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারী

Subscribe Our Newsletter

 0