ফ্যাসিবাদের রূপরেখা ও বাংলাদেশে এর প্রতিফলন
বিংশ শতাব্দীতে ইউরোপের রাজনৈতিক প্রেক্ষাপটে এক ভয়াবহ মোড় নেয় ফ্যাসিবাদের উত্থানে। ইতালির মুসোলিনি ও জার্মানির হিটলারের নেতৃত্বে এই মতবাদ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়। যদিও ফ্যাসিবাদ আধুনিক রাজনৈতিক পরিভাষা, তবে ইতিহাসের নানা পর্যায়ে এর প্রকারভেদে অস্তিত্ব লক্ষণীয়। দাস সমাজে দাস-মালিক, সামন্ত সমাজে জমিদার, আর পুঁজিবাদী সমাজে মালিক শ্রেণির হাতে শ্রমিকদের শোষণ—সবই মূলত এক ধরনের ফ্যাসিবাদী দমন-পীড়নের বহিঃপ্রকাশ।
তবে আধুনিক অর্থে ফ্যাসিবাদ নতুন আঙ্গিকে হাজির হয় ইতালিতে। মুসোলিনির পথ ধরে হিটলারও জার্মানিতে এই মতবাদ আমদানি করেন। সাধারণ মানুষের ন্যায্য দাবি-দাওয়াকে পুঁজি করে জাতীয়তাবাদের নামে তারা একটি বিভ্রম তৈরি করেন, যার অন্তরালে চলতে থাকে চরম কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা। এ শাসন জনগণের স্বার্থে নয়, বরং ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থে পরিচালিত হয়, এবং এর পরিণতিতে জনগণের ওপর নেমে আসে ভয়ংকর নিপীড়ন ও নির্যাতন।
ফ্যাসিবাদ মূলত উগ্র জাতীয়তাবাদের চূড়ান্ত রূপ, যেখানে প্রতিষ্ঠিত হয় একনায়কতন্ত্র। এই শাসনের ভিত গড়ে ওঠে এক নেতার সর্বময় কর্তৃত্বের ওপর। তার চারপাশে গড়ে ওঠে স্তাবকের দল, যারা নেতাকে দেবতাতুল্য করে তুলতে চায়। ফলে রাষ্ট্রব্যবস্থা রূপ নেয় একটি সংঘবদ্ধ লুণ্ঠনচক্রে, যেখানে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ ছাড়া অন্য কোনো চিন্তাই স্থান পায় না।
ফ্যাসিবাদের চরম বিরোধী শক্তি হলো সমাজতন্ত্র। সমাজতন্ত্র সর্বহারা জনগণের প্রতিনিধিত্বে রাষ্ট্রীয় মালিকানায় একটি ন্যায্য ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলে, যা ফ্যাসিবাদী ব্যক্তিস্বার্থের ঠিক বিপরীত।
বাংলাদেশেও নানা সময়ে ফ্যাসিবাদী শাসনের ছায়া পড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসন (১৯৭২-৭৫), হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক স্বৈরতন্ত্র (১৯৮২-১৯৯০), এবং সর্বশেষ শেখ হাসিনার দীর্ঘকালীন দমনমূলক শাসনকাল (১৯৯৬-২০০২ ও ২০০৯-২০২৪)—এসবই বাংলাদেশে ফ্যাসিবাদের ভয়ংকর রূপকে তুলে ধরে।
২০২৪ সালের ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানে দেড় হাজারের বেশি শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দমনমূলক শাসনের অবসান ঘটে। দেশ এক নতুন দিগন্তে পা রাখে, গণতন্ত্রের পথে এগিয়ে যায়। এই বিজয় নিঃসন্দেহে একটি যুগান্তকারী মাইলফলক, যা উদযাপনযোগ্য।
এই গ্রন্থে আমরা ফ্যাসিবাদের ইতিহাস, তার রূপান্তর এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর নির্মম চেহারাকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি পাঠক সমাজ এই প্রচেষ্টাকে মূল্যায়ন করবেন এবং বিষয়টির গভীরতা উপলব্ধি করবেন।
| Title | ফ্যাসিবাদ ও বাংলাদেশ(হার্ডকভার) | 
| Author | ড. মুস্তাফা মজিদ,Dr. Mustafa Majeed | 
| Publisher | আগামী প্রকাশনী | 
| ISBN | |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ | 
| Number of Pages | 148 | 
| Country | Bangladesh | 
| Language | Bengali, | 
 
                                                     
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                     
                                                                                 
                                                            






0 Review(s) for ফ্যাসিবাদ ও বাংলাদেশ(হার্ডকভার)