জীবনানন্দ দাশ তাঁর ‘কবিতার কথা’ প্রবন্ধে লিখেছিলেন ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি।’ সম্ভবত আমি এখনও ‘কেউ কেউ’ এর দলে অন্তর্ভুক্ত হতে পারিনি। আর তাই কবি হওয়ার এক উত্তাল বাসনা আমাকে দিয়ে চেষ্টা করিয়েছে সেই দলে ঢোকার জন্য। তবে এ বইয়ের কোনো লেখাই আমি শুধু লেখার জন্য লিখিনি। প্রতিটি লেখার পেছনে আমার জীবনোপলব্ধি আছে, প্রতিটি লেখার পেছনে আমার নিজের একটা গল্প আছে। খুব সরল কথায়, আমি আমার কথাগুলো মানুষকে বলতে চেয়েছি। আমার এই কথাগুলোকে আমি ভীষণ দুঃসাহস নিয়ে ‘কবিতা’ নাম দিয়েছি। ‘কবিতা মানেই দুর্বোধ্য’ এই কথাটা আমি বিশ্বাস করি না। সহজ করেও কবিতায় ‘দুর্বোধ্য’ কথা বলা যায়। আমি সেই কাজটাই করতে চেয়েছি। বাস্তবতার নিরীখেই এই লেখাগুলোতে খেয়ালে কিংবা সচেতনভাবে রাজনীতির প্রসঙ্গ এনেছি। ব্যক্তিজীবনে ‘মধ্যবিত্ত’ শব্দটি বিশেষণ হয়ে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এজন্যই মধ্যবিত্ত জীবনসংগ্রামও কখনো কখনো আমার কবিতার বিষয়বস্তু হয়েছে। কিছু মানুষের মৃত্যু আমাকে নাড়িয়ে গেছে। আমি সে অনুভূতির জানান দিয়েছি এখানে। সর্বশেষ জুলাই বিপ্লব আমাকে নাড়িয়ে গেছে ভীষণভাবে। যার বহিঃপ্রকাশ পাওয়া যাবে এই গ্রন্থে। আমার কবিতা নির্দিষ্ট কারো জন্য নয়। সবার জন্যই আমার এ প্রয়াস। সব বয়সের পাঠকই বুঝতে পারবে আমি কী বলেছি, কী বোঝাতে চেয়েছি। তাঁদের বোঝাতে পারাটাই আমি আমার সার্থকতা বলে বিবেচনা করবো।
Title | করিডোরের কান্না |
Author | রানা মাসুদ (শব্দশিল্পী),Rana Masud (lyricist) |
Publisher | ৫২ (বায়ান্ন) |
ISBN | |
Edition | 1st Published, 2024 |
Number of Pages | 80 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for করিডোরের কান্না