‘পুঁজির’ দ্বিতীয় খণ্ড প্রকাশের জন্য গুছিয়ে সাজানো সহজ কাজ ছিল না। এটি একদিকে একটি সংবদ্ধ ও যথাসম্ভব সম্পূর্ণ রচনায় পরিণত হতে হবে, অন্য দিকে এটি রচয়িতার স্বতন্ত্র ভাবমূর্তিকে তুলে ধরবে, সম্পাদকের নয়। যেহেতু লভ্য লেখা বেশির ভাগই টুকরো টুকরো ছিল, তাই কাজটি আরও জটিল হয়ে পড়েছিল। মাত্র একটি পাণ্ডুলিপি (নং ৪) পুরোপুরি পরিমার্জনা করা সম্ভব হয়েছিল এবং সেটি ছাপাখানার জন্য প্রস্তুত করা হয়েছিল।
বৃহত্তর অংশটি পরবর্তী পরিমার্জনার কারণে অচল হয়ে পড়ে। বিষয়বস্তুর অনেকটাই ভাষাগতভাবে চূড়ান্ত রূপ পায়নি, যদিও সারবস্তুর দিক থেকে অধিকাংশই পূর্ণাঙ্গ ছিল। মার্কস যেভাবে তাঁর সারনির্যাস তৈরি করতেন, তার ভাষা ছিল কথ্যধর্মী, অগোছালো শৈলীতে লেখা, মাঝে মাঝে ব্যঙ্গাত্মক প্রকাশ, ছড়িয়ে থাকা ইংরেজি ও ফরাসি পারিভাষিক শব্দ, এমনকি কোনো কোনো পৃষ্ঠায় পুরো বাক্য ইংরেজিতেও থাকত।
লেখকের মস্তিষ্কে যেমন ভাবনা জন্ম নিত, তেমনি সেটি লেখা হত। যুক্তির কিছু অংশ সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা হতো, আবার সমান গুরুত্বপূর্ণ অন্য অংশের ক্ষেত্রে শুধু শব্দের মাধ্যমে ইঙ্গিত করা হতো। তথ্যমূলক উপকরণ সংগ্রহ করা হতো, কিন্তু প্রায়শই তা পুরোপুরি বিন্যস্ত করা হতো না। অধ্যায়গুলোর উপসংহারে লেখকের ব্যগ্রতার কারণে প্রায়ই অসংলগ্ন কিছু বাক্য থাকত, যা পরবর্তী অধ্যায়ে আরও বিকাশের আভাস হিসেবে রাখা হতো।
Title | পুঁজি-৩য় |
Author | Karl Marx, কার্ল মার্কস |
Publisher | রাবেয়া বুকস্ |
ISBN | 9789848014021 |
Edition | প্রকাশ, ফেব্রুয়ারি ২০২৪ |
Number of Pages | 620 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for পুঁজি-৩য়