চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি
0.37Kggram
SKU: Y340J9R7
চাঁদনীমুখা গ্রামটা গাবুয়া ইউনিয়নের শেষ প্রান্তে। গ্রামের ঠিক শেষেই খোলপেটুয়া নদী। নদীর ওপরে নয়, বরং তার ধারে-ধারে ছড়িয়ে আছে সুন্দরবনের আঁধার ঘেরা বন।
খোলপেটুয়া নদী বনের ভেতর দিয়ে দক্ষিণে নেমে গেছে আড়পাঙাসিয়ার দিকে। সেখানেই, নদীর মোড় ঘেঁষে, কিছুদূর যেতে না যেতেই, জেলে দলকে ঘিরে ফেলেছে খেয়াঘাটের মানুষরা।
লোকজনের এমন উচ্ছ্বাস-উন্মাদনার কারণটি ছিল—ছক মিয়া। সবাই ডাকে তাকে, ‘ছকু পাইলট’। ইঞ্জিন চালানো নৌকার এক অদ্ভুত দক্ষতার অধিকারী, যে নৌকা নিয়ে সুন্দরবনের এমন জায়গায় পৌঁছায় যেখানে সাধারণ মানুষের সাহস জুটে না।
ভয় বা ডর? ছকু মিয়া তা চেনে না। অন্তত, গ্রামে মানুষের মনে তারই ইমেজ তৈরি।
কিন্তু এবার ছকুই ফিরে এসেছে—কেউ অন্যের নৌকায়। পুরো শরীরই ক্ষতবিক্ষত। কাঁধ, পিঠ, বুক—সব জায়গায় আঁচড় আর কামড়ের দাগ।
জমির মাঝি ছকুর কাছে ঝুঁকে বসেন। এক টিনের মগ ভর্তি পানি এগিয়ে দিয়ে মৃদুস্বরে ডাকেন,
‘ছকু, ও ছকু, শুনতি পাচ্ছিস, বাবা?’
ছকু পাইলট কোনো জবাব দেয় না। শুধু আনমনে মাথা দোলায়। ঠোঁট ভিজে যায়, কিছুই বলা যায় না।
‘পানি খাবি?’ আবারও প্রশ্ন করেন মাঝি।
এবার ছকু ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকায়। চোখ ফ্যালফ্যাল করছে। ডান হাতের তর্জনী উঁচিয়ে কী যেন বলতে গিয়ে হঠাৎ থমকে যায়। বারবার কথা জড়িয়ে যাচ্ছে মুখে। বোঝা যায়, কেবল কিছু শব্দ কানে পড়ে।
মাঝি আরও কাছে এগোতে থাকেন। হালকা কণ্ঠে শুনতে পান ছকুর ফিসফিসে কিছুটা বলতে পারা কথাগুলো:
"বনের জিনিস বনে ফেরত গেছে… বাঁদাবন তার বলি নিছে।"
গ্রামের মানুষরা চুপচাপ। নদীর ঢেউয়ের টাপ-টাপ আওয়াজ, পাখির হাহাকার, আর বনজীবনের নিস্তব্ধতা—সব মিলিয়ে যেন এই ভয়ানক সত্যকে আরও গা-ছমছমে করে তোলে।
Title | চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি |
Author | শাহরিয়ার জাওয়াদ,Shahriar Jawad |
Publisher | আফসার ব্রাদার্স |
ISBN | 9789849933779 |
Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
Number of Pages | 158 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি