পিকলুদের গাঁয়ে সত্যিই এক অদ্ভুত আর ভয়ঙ্কর কাণ্ডের সূত্রপাত হয়েছে। এমন রহস্যময় ঘটনার বর্ণনা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটিও দিতে পারেন না। রাত নামার সঙ্গে সঙ্গেই গ্রামে নেমে আসে এক অজানা আতঙ্ক। বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে যায়, চারদিকের কুকুরেরা অকারণেই হাউমাউ করে ডাকতে থাকে। কার ঘাড়ে ক’টা মাথা, কার চোখে কত রঙের আলো জ্বলে ওঠে—এমন বিভীষিকাময় কাহিনি প্রতিদিন নতুন করে ছড়িয়ে পড়ে।
লোকজন বলাবলি করছে, গাঁয়ের পশ্চিম প্রান্তের পুরোনো শালবনের ভেতর থেকে এসব অশরীরী আবির্ভাব ঘটছে। কারও মতে, এটা ভূত-প্রেতের কাণ্ড; কারও মতে, ডাইনির জাদু। আবার কেউ কেউ গোপনে ফিসফিস করে বলে, হয়তো এ গ্রামের পুরোনো কোনো অভিশাপ আবার জেগে উঠেছে।
ফলে এখন আর সন্ধের পর গ্রামের পথে হাঁটতে সাহস করে না কেউ। দোকানপাট আগেভাগেই বন্ধ হয়ে যায়, উঠোনের প্রদীপগুলো নিভে যায় বাতাসে। পিকলু আর তার বন্ধুরা এই রহস্যের পেছনের সত্য খুঁজে বের করার স্বপ্ন দেখলেও, ভয়ের কারণে কেউই জোরে কথা বলার সাহস পাচ্ছে না।
চাঁদের আলোয় গাঢ় অন্ধকারের ভেতর দিয়ে কেবল একটি প্রশ্নই ভেসে বেড়ায়—
আসলে কী ঘটছে পিকলুদের গাঁয়ে?
Title | ছায়াময় কুঠুরি |
Author | অরুণ কুমার বিশ্বাস, Arun Kumar Biswas |
Publisher | রাবেয়া বুকস্ |
ISBN | 9789848014523 |
Edition | 1st Published, 2022 |
Number of Pages | 96 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for ছায়াময় কুঠুরি