‘স্যার, না! স্যার, না!’ ধরা পড়ে গিয়ে দরদর করে ঘামছে হাসান; কণ্ঠ কাঁপছে, হাতে থাকা কাগজ ভেজা পায়ের চাদরের মতো ফাঁপা হয়ে ধীরে ধীরে দুর্বল হচ্ছে। সে বলল, ‘স্যার, আমি বিশ্বাস করি, আপনার প্রতি সত্যি আমার অগাধ আস্থা—’
রায়হান চৌধুরি সোজা হয়ে বসে তার সরাসরি সহযো—গীর চোখের দিকে তাকালেন; চোখে ছিল কঠোরতা, কিন্তু সেটিতে লুকানো কোনো কোমলতাও ছিল না। ঘরের বাতাস হেঁটে গেল যেন; সেকেন্ডগুলো আরও মোটা হয়ে ধীরগতিতে বয়ে এল। হাসানের শব্দটা থেমে গেল, কারণ রায়হানের নিশ্বাসে যেন কোনো অদৃশ্য ওজনে ভার এলো — সিদ্ধান্তের ওজন, দায়িত্বের বোঝা।
রায়হান ধীরে ধীরে বললেন, “হাসান, আস্থা শুনতে বড় শব্দ, কিন্তু এর সঙ্গে আসে হিসাব-নিকাশ, সততা আর দায়িত্বও।” তার কণ্ঠে গর্ভমধুর কিংবা হঠাৎ করেই নিষ্ঠুর—কিছুই ছিল না; কেবলই বাস্তবের গভীর টানের আওয়াজ। হাসানের নড়াচড়া থেমে গেল; পাতলা রক্তক্ষরণশীল আলো তাঁর কপালে ঝলমল করে উঠল। কয়েক সেকেন্ড নিরবতার পরে রায়হান কাগজটা নিলেন, চোখে চোখ রেখে—“তুমি যদি সত্যই বিশ্বাস করো, তাহলে বলো—তুমি কি পুরোটা জানো, নাকি ভাঙা কথা দিয়ে নিজেকে রক্ষা করছ?”
হাসানের ঠোঁট কাঁপল; সে জানে এই মুহূর্তে যে জবাব দিবে, তার জীবন-ছোটখাটো অনেক রকমের গতি পরিবর্তিত হবে। পাশের তাকিতে মৃদু কাগজের ঝনঝন—বাতাস নেই, কিন্তু সবার মধ্যে একটা অদৃশ্য চাপ চেপে আছে; প্রত্যেকটি শব্দ এখন সিদ্ধান্তের মতো ভারী।
Title | অচেনা অন্ধকার |
Author | শেখ আবদুল হাকিম, Sheikh Abdul Hakim |
Publisher | রাবেয়া বুকস্ |
ISBN | 9789848014363 |
Edition | 1st Published, 2020 |
Number of Pages | 126 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for অচেনা অন্ধকার