দেশের নানা প্রান্তের মানুষজন নানা উপায়ে আমাকে তাদের ভালোবাসা জানিয়েছেন। সেই দিনগুলোর খবরপত্র পড়িনি, টেলিভিশনে খবরও দেখিনি—তারপরও আমি সবার ভালোবাসা গভীরভাবে অনুভব করেছি; সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের অস্থিরতার খবর পাইয়া হাসপাতাল থেকে ছেড়ে এসে সরাসরি সিলেট গিয়েছিলাম। যে মুক্তমঞ্চে এক বিভ্রান্ত ছেলেটি আমাকে আঘাত করেছিল, ঠিক সেই একই মঞ্চে দাঁড়িয়ে আমি আমাদের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেছি। মঞ্চে কথা বলার সময় বারবার আমার স্মরণে ভেসে উঠছিল অভিজিৎ, অনন্ত, নিলয়, ওয়াশিক, দীপন—এরা সবাই যারা আর জীবিত নেই। আমি নিজেই জানি না কিভাবে বেঁচে থাকতে পেরেছি, কেন বেঁচে আছি—এই প্রশ্নগুলো এখনও আমার মন ঘিরে আছে। এই লেখাটা লিখতে বসে আমার প্রিয় ছাত্র মাহিদ আল-সালামের কথা বিশেষ করে মনে পড়ে—শাহবাগে আমার বিরুদ্ধে হওয়া আক্রমণের প্রতিবাদসভায় তিনি সঞ্চালকের দায়িত্ব পালন করেছিলেন; আর দু’দিনের মধ্যে দুর্বর্তদের আঘাতে তাকে জীবন দিতে হয়েছে। কে জানে, পৃথিবীটা কীভাবে এত নিষ্ঠুর হয়ে যায়।
Title | ভালোবাসা এবং অন্যান্য |
Author | মুহম্মদ জাফর ইকবাল, Muhammod Zafar Iqbal |
Publisher | N/A |
ISBN | 9789848018231 |
Edition | |
Number of Pages | 160 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for ভালোবাসা এবং অন্যান্য