লোদি বংশ যতটা গুরুত্ব পাওয়ার দাবিদার, তার কিছুই পায়নি উপমহাদেশের ইতিহাসের ভাষ্যকারদের থেকে, বাংলা ভাষায় তো আরও নয়। গিয়াস-উদ-দিন তুঘলকের প্রতিষ্ঠিত বংশের পতন ও তিমুরের আক্রমণের পর সালতানাত-ই-দিল্লি প্রায় কবরেই চলে যাওয়ার উপক্রম হয়েছিল। শক্তিশালী সাম্রাজ্যের বুনন ছিঁড়ে যাচ্ছিল গৃহযুদ্ধ, বিদ্রোহ, শাসকদের অযোগ্যতা আর বিদেশি আক্রমণে। সাইয়্যিদরা বিশৃঙ্খলার বিরুদ্ধে লড়াই করতে অযোগ্য, সেটা প্রমাণ হয়ে গিয়েছিল। হিন্দুপ্রধানেরা কেন্দ্রের এই অসহায়ত্বের সুযোগ নিয়েছিলেন, নিজেদের ছোট ছোট এলাকার শাসক হিসেবে দাবি করতে শুরু করেছিলেন। রাজপুতেরা হিন্দুসাম্রাজ্যের স্বপ্ন দেখতে শুরু করেছিল। সুলতানের আদেশ গ্রামাঞ্চলে অকার্যকর ছিল। রাজস্ব আদায় হত কেবল সেনাবাহিনী পাঠালেই। গ্রামবাসীরা কর্তৃপক্ষকে সম্মান করতে ভুলে গিয়েছিল। সুলতান কৃষকদের রক্ষা করতে পারছিলেন না, তাই তারাও তাদের মাঠে উৎপাদিত শস্য রাজকোষে জমা দেওয়া অপ্রয়োজনীয় মনে করেছিল।
Title | লোদি বংশ |
Author | আল মারুফ রাসেল, Al Maruf Rasel |
Publisher | দিব্যা প্রকাশ |
ISBN | |
Edition | 2024 |
Number of Pages | |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for লোদি বংশ